করোনা আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেন! শান্তিনিকেতনের বাড়িতে চলছে চিকিৎসা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দুই বছর ধরে করোনা(Corona) মহামারী প্রাণ কেড়েছে বহু মানুষের। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা বিশ্ব। মাঝের সময়ে মহামারীর দাপট কিছুটা কমলেও বর্তমানে পুনরায় একবার দেশে চোখ রাঙাচ্ছে কোভিড আর এবার করোনার কবলে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Amartya Sen)। আপাতত শান্তিনিকেতনে(Santiniketan) নিজের বাসভবনে রয়েছেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর।

গত তিন মাস ধরে বাংলা সহ গোটা ভারতবর্ষে করোনার দাপট অনেকাংশে কমে গিয়েছিল। তবে বর্তমানে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই মহামারী। ভারতে যখন এর প্রভাবে প্রতিদিন ২০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়ে চলেছেন, সেখানে বাংলায় এর সংখ্যা ৩০০০-এর আশেপাশে। ইতিমধ্যেই চিকিৎসকদের দ্বারা মানুষকে সচেতন করা হয়েছে। যেকোন সময় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাও জাহির করেছে বিশেষজ্ঞরা। এর মাঝে অমর্ত্য সেনের করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় চিন্তিত সকলে। ইতিমধ্যেই তাঁর সুস্থতা কামনা করেছে গোটা দেশবাসী।

উল্লেখ্য, প্রধানত লন্ডনে বসবাস করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতে আসা একপ্রকার কমই হয়। তবে গত পয়লা জুলাই বহু দিন বাদে শান্তিনিকেতনে নিজের বাসভবনের উদ্দেশ্যে আসেন তিনি। তবে সম্প্রতি করোনা ফের একবার ফিরে আসার কারণে বাড়ি থেকে একপ্রকার বের হননি তিনি। এরমাঝেই এদিন কলকাতায় যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আগামীকাল পুনরায় লন্ডনে ফিরে যেতেন তিনি। অবশ্য এর মাঝে করোনা আক্রান্ত হয়ে যাওয়ার কারণে সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

AmartyaSen PTI 20012021 1200

প্রসঙ্গত, দেশে করোনা ছড়িয়ে পড়ার সময়কালে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করতে দেখা যায় অমর্ত্য সেনকে। তাদেরকে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পরামর্শ দেন তিনি। বর্তমানে ফের একবার সেই করোনা দাপট দেখাতে শুরু করে দিয়েছে। এমনকি, চতুর্থ ঢেউ যেকোনো সময় আছড়ে পড়তে পারে বাংলায়। প্রতিদিন তিন হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়ে চলেছেন। এর মাঝেই নোবেলজয়ী অর্থনীতিবিদের করোনা আক্রান্ত হওয়ার খবর যে সকলকে চিন্তায় ফেলে দিয়েছে, তা বলাবাহুল্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর