ভাইরাল ভিডিও: হাত দিয়েই বাজাচ্ছেন তবলার বোল, বাংলা গানের তালে অসাধারন হাততালি দিয়ে মন মাতালেন ব‍্যক্তি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুই হাতে তালি দিয়েই বাজাচ্ছেন তবলার কঠিন বোল। হাততালি (clap) দিয়েই রাখছেন তাল। সেই সঙ্গে গাইছেন গান। তাও আবার মান্না দের জনপ্রিয় বাংলা গান ‘সে যেন আসে না আমার দ্বারে’। এমনই একটি অসাধারন প্রতিভার ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে নেটদুনিয়ায়।

অনেক ধরনের হাত তালিই তো আমরা দেখেছি। কিন্তু শুধুমাত্র হাতে তালি দিয়েই যে এত সুন্দর তবলার বোল বাজানো যায় তা এই ব‍্যক্তিই দেখিয়ে দিলেন। মান্না দের এই গানের সঙ্গে তবলার বোল বাজানো বেশ কঠিন, একথা বলেন সঙ্গীত প্রেমীরাই। সেখানে খালি হাতেই সেই অসাধ‍্য সাধন করে দেখালেন এই ব‍্যক্তি।


বলা বাহুল‍্য ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। ১৩ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওতে। সকলে ধন‍্য ধন‍্য করছেন ওই ব‍্যক্তির প্রতিভা দেখে। যেমন সুন্দর গান তেমনই অসাধারন বাজনা, নেটিজেনদের প্রশংসা উপচে পড়ছে ভিডিওতে।

https://www.facebook.com/kichuKOTHAkichuGAAN.Live/videos/583237592558082/

সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন নানান অদ্ভূত ভিডিও চোখে পড়ে। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।

X