আরেব্বাস! এত্ত সস্তা! ইলেকট্রনিক্স থেকে আসবাব, মিলবে ৭৫% পর্যন্ত ছাড়; বড় ঘোষণা Amazon’র

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই ফ্লিপকার্ট ঘোষণা করে দিয়েছে বিগ বিলিয়ন ডেজ সেলের। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই সেল শুরু হচ্ছে ফ্লিপকার্টে। পাশাপাশি ভারতের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনও (Amazon) ঘোষণা করেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের। তবে এই সেল কবে থেকে শুরু হবে তা এখনো জানায়নি সংস্থা।

নয়া আপডেট দিল অ্যামাজন (Amazon)

প্রতিবছর অ্যামাজনের (Amazon) গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করে থাকেন মানুষজন। ফেস্টিভ্যাল শুরুর তারিখ না জানালেও, ইতিমধ্যে সংস্থা তাদের ওয়েবসাইটে ব্যানার প্রকাশ করে জানিয়েছে, অন্যান্য বছরের মতো এবছরের ফেস্টিভ্যালেও দুর্দান্ত ছাড় দেওয়া হবে ইলেকট্রনিক্স, আসবাব, পোশাক ইত্যাদি পণ্যের উপর।

আরোও পড়ুন : আগেই হয়েছে ৮৫০০০, এবার পুজো অনুদান নিয়ে আরও বড় ঘোষণা মমতার

স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, রেফ্রিজারেটরের মতো পণ্যের উপর থাকবে বড় মাপের ডিসকাউন্ট। এছাড়াও দুর্দান্ত কিছু ছাড় থাকবে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডেও। যদি আপনারা স্মার্টফোন বা ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে amazon-এ গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে (Great Indian Festival) পাওয়া যাবে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট।

আরোও পড়ুন : শিরদাঁড়ার পর এবার মস্তিষ্ক! স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় জুনিয়র চিকিৎসকরা, বসে পড়লেন রাস্তায়

আইফোন ১২ ও আইফোন ১৪-তে গত বছর অ্যামাজন (Amazon) গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে দিয়েছিল দারুণ ছাড় (Discount)। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে আইফোন ১৬। তাই এ বছর বড় ডিসকাউন্টে মিলতে পারে আইফোন ১৫। তাছাড়াও টেক প্রেমীরা গ্যালাক্সি এস ২৪-এর উপরেও বিশেষ নজর দিচ্ছেন।

Amazon

পাশাপাশি ওয়ানপ্লাস কোম্পানির নতুন মোবাইল ফোনগুলি কত ডিসকাউন্টে পাওয়া যায় সেটিও আগ্রহের বিষয় অনেকের কাছে। সংস্থার পক্ষ থেকে ফেস্টিভ্যাল শুরুর তারিখ ঘোষণা করা না হলেও, মনে করা হচ্ছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যামাজনে শুরু হতে পারে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর