কোটি কোটি টাকার ঋণে ডুবে কোম্পানি, কিনতে লাইন লাগান আম্বানি-আদানি! কেন?

বাংলাহান্ট ডেস্ক: ব্যবসা ক্ষেত্রে আম্বানি-আদানির প্রতিদ্বন্দ্বীতা নতুন কিছু নয়। আবারও একটি সংস্থা কেনার জন্য প্রতিদ্বন্দ্বীতা করতে দেখা গেল এই দুই বড় ব্যবসায়ী গোষ্ঠীকে। কিন্তু যে সংস্থা নিয়ে এত চর্চা, সেটি নিজেই কোটি কোটি টাকা দেনায় ডুবে রয়েছে। কিন্তু এই সংস্থা কেনার জন্য লাইন দিয়েছে ৪৯টি সংস্থা। এটি হল কিশোর বিয়ানির সংস্থা ফিউচার রিটেইল (Future Retail)। 

এই সংস্থাটি কেনার জন্য তালিকায় রয়েছে রিলায়্যান্স রিটেইল, জিন্দল পাওয়ার এবং আদানি গ্রুপের মতো বড় বড় গোষ্ঠীগুলি। এই প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই এই সংস্থাটি কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। এই মর্মে চিঠিও দিয়েছে তারা। ফিউচার রিটেইলের অ্যাসেট কিনতে আগ্রহ দেখিয়েছে সংস্থাগুলি। কিন্তু একটি প্রায় দেউলিয়া হয়ে যাওয়া ঋণে জর্জরিত সংস্থা কেনার জন্য এত আগ্রহ কেন দেশের সেরা দেখাচ্ছে সংস্থাগুলি?

big bazaar

জানা গিয়েছে, ইতিমধ্যেই দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে ফিউচার রিটেইল। রিলায়্যান্স রিটেইল ভেঞ্চার্স লিমিটেড রিলায়্যান্স ইন্ডাসট্রিজের রিটেইল অংশের সংস্থা। একইসঙ্গে আদানির রিটেইল সংস্থা হল এপ্রিল মুন রিটেইল প্রাইভেট লিমিটেড। যদিও এটি আদানি এয়ারপোর্ট হোল্ডিং এবং ফ্লেমিঙ্গো গ্রুপের একটি জয়েন্ট ভেঞ্চার। এই দুই সংস্থাই ফিউচার রিটেইল কেনার আগ্রহ দেখিয়েছে। ফিউচার রিটেলকে ঋণদাতারা তাদের সম্পদগুলিকে ভাগ করার পর নতুন বিড আমন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। 

adani ambani

সূত্রের খবর, কোম্পানির রেজুলেশন প্রফেশনাল বিজয় আইয়ার কোম্পানিগুলোর কাছে দ্বিতীয়বার প্রস্তাব চেয়েছেন। যদিও প্রথম রাউন্ডে বেশির ভাগ কোম্পানি আগ্রহ দেখায়নি। ইওআই জমা দেওয়া আরও কিছু কোম্পানির মধ্যে রয়েছে সেঞ্চুরি কপার কর্প, গ্রীনটেক ওয়ার্ল্ডওয়াইড, হর্ষবর্ধন রেড্ডি, জেসি ফ্লাওয়ারস অ্যাসেট রিকনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, পিন্যাকল এয়ার প্রাইভেট লিমিটেড, ইউনিভার্সাল অ্যাসোসিয়েটস এবং ডাব্লুএইচএসমিথ ট্রাভেল লিমিটেড।

ফিউচার রিটেলের শেয়ার সোমবার ৪.১৭ শতাংশ বৃদ্ধির সাথে উপরের সার্কিট ছুঁয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত মাসে সংস্থাটি বলেছিল যে কিশোর বিয়ানি নির্বাহী চেয়ারম্যান এবং পরিচালক পদ থেকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সংস্থাটি বলেছে যে রেজোলিউশন পেশাদার বিয়ানির পদত্যাগের বিষয়বস্তুতে আপত্তি জানিয়েছিল এবং তাকে পদত্যাগ প্রত্যাহার করতে বলেছিল।

Subhraroop

সম্পর্কিত খবর