ফের প্রত্যাবর্তন! আদানিকে বহু পেছনে ফেলে শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় এলেন আম্বানি

   

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ফের বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় অনেকটাই এগিয়ে গেলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে দীর্ঘদিন যাবৎ এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন গৌতম আদানি (Gautam Adani)। কিন্তু, হিন্ডেনবার্গ রিসার্চের চাঞ্চল্যকর রিপোর্টের পর তিনি বড়সড় ক্ষতির সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে, মোট সম্পদ বৃদ্ধির কারণে আম্বানি আদানির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তিনি ধনী ব্যক্তির তালিকায় প্রথম দশেও প্রবেশ করেছেন।

এই প্রসঙ্গে ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় আম্বানির সম্পদ বেড়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। এদিকে, এই বিপুল সম্পদ বৃদ্ধির জেরে মুকেশ আম্বানি ধনী ব্যক্তিদের তালিকায় দ্বাদশ স্থান থেকে সরাসরি নবম স্থানে পৌঁছে গিয়েছেন। বর্তমানে আদানির সম্পদের পরিমান বেড়ে হয়েছে ৮৫.৬ বিলিয়ন ডলার।

শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের মত ধনকুবেরদের পেছনে ফেলেছেন। উল্লেখ্য যে, গত বছর গৌতম আদানির পাশাপাশি মুকেশ আম্বানিও শীর্ষ ১০ ধনীদের তালিকায় ধারাবাহিকভাবে নিজের উপস্থিতি বজায় রেখেছিলেন। এদিকে, আপাতত বিলিয়নেয়ারদের তালিকায় মোট সম্পদের নিরিখে গৌতম আদানি ক্রমশ পিছিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি ৫২.৩ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন ২৪ তম স্থানে। এমনকি, তাঁর সম্পদের পরিমান ক্রমশ হ্রাস পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় তিনি ২ বিলিয়ন ডলারের লোকসানের সম্মুখীন হন। এদিকে, ২১৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন বার্নার্ড আর্নল্ট।

mukesh ambani gautam adani

পাশাপাশি, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। তাঁর মোট সম্পদের পরিমান হল ১৯৬.৫ বিলিয়ন ডলার। এছাড়াও, ১২২.৯ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর