ফের বাড়ল মুকেশ আম্বানির সাম্রাজ্য, এবার আরও একটি কোম্পানির অধিগ্রহণ সম্পন্ন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ভারতীয় শিল্পপতি তথা ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রায় প্রতিদিনই তিনি তাঁর কোনো না কোনো কর্মকান্ডের জেরে খবরের শিরোনামে থাকেন। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি বড় তথ্য সামনে এল। জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মালিক মুকেশ আম্বানির ব্যবসায়িক নেটওয়ার্ক দ্রুত প্রসারিত হচ্ছে।

কিছুদিন আগেই ক্যাম্পা কোলা অধিগ্রহণের পর, এখন এই গ্রুপটি আরও একটি কোম্পানির অধিগ্রহণ সম্পন্ন করেছে। এই প্রসঙ্গে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (Competition Commission of India, CCI) দেওয়া তথ্যে জানানো হয়েছে যে, রিলায়েন্স রিটেলকে জার্মান কোম্পানি মেট্রো এজি (Metro AG)-র হোলসেল ব্যবসা অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

২,৮৫০ কোটি টাকায় চুক্তি সম্পন্ন হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড (RRVL) হল Reliance Industries Limited (RIL)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এদিকে, Metro AG-র Metro Cash & Carry India ভারতে হোলসেল ব্যবসা করে। এমতাবস্থায়, গত বছরের ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল যে, RRVL ওই কোম্পানির ১০০ শতাংশ শেয়ারের জন্য ২,৮৫০ কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি, টুইট করে জানানো হয়েছে যে, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড (RRVL) দ্বারা Metro Cash & Carry India প্রাইভেট লিমিটেডের অধিগ্রহণ অনুমোদিত হয়েছে।

মেট্রো সম্পর্কে বিস্তারিত তথ্য: প্রসঙ্গত উল্লেখ্য যে, মেট্রো ইন্ডিয়া ২০০৩ সালে দেশে তার ব্যবসা শুরু করে। পাশাপাশি Metro AG দেশের প্রথম ক্যাশ অ্যান্ড ক্যারি ফরম্যাট শুরু করেছিল। এই সংস্থার ২১ টি শহরে ৩১ টি বড় স্টোর রয়েছে। যার মালিকানা এখন রিলায়েন্সের কাছে। এদিকে, ওই সংস্থার স্টোরগুলিতে প্রায় ৩,৫০০-এরও বেশি কর্মচারী কাজ করেন। এমন পরিস্থিতিতে এই অধিগ্রহণের পরে, রিলায়েন্স রিটেল সরাসরি লাভবান হবে।

MUKESH AMBANI 1 1

দেশের শ্রেষ্ঠ ধনকুবের: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে মুকেশ আম্বানি দেশের সবথেকে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ৭৮.৩ বিলিয়ন ডলার। ঠিক সেই আবহেই এবার এই কোম্পানির অধিগ্রহণ করল রিলায়েন্স।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর