অরুণাচল নিয়ে চিনের দাবি খারিজ, ভারতের সমর্থনে আমেরিকার সংসদে পেশ গুরুত্বপূর্ণ প্রস্তাব

বাংলা হান্ট ডেস্ক : কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় ভারতের। অরুণাচল প্রশ্নে আবারও আমেরিকার (America) সমর্থন পেল নয়াদিল্লি। ম্যাকমোহন লাইনকে (Macmohan Line) ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তরেখা (India-China International Border) হিসেবে স্বীকৃতি দিল আমেরিকা। অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতেই অংশ, মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর৷

আমেরিকা ভারতকে এতটা সমর্থন করছে কেন? স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রতিনিয়ত হুমকির কারণে চিন কার্যত ত্রাস হয়ে দাঁড়িয়েছে আমেরিকার সামনে৷ এতে বিপদের ইঙ্গিত পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এশিয়ার দক্ষিণে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে অন্য কৌশলী দেশগুলি যারা চিনের সঙ্গে চোখ চোখ রেখে লড়াই করবে তার মধ্যে উল্লেখযোগ্য ভারত। এমনই মনে করছে মার্কিন সেনেটররা।

মার্কিন কংগ্রেসের দু’কক্ষে গৃহীত এই প্রস্তাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ (Arunachal Pradesh Integral Part of India)৷’ এরই সঙ্গে চিনের সামরিক আগ্রাসনের সমালোচনাও করেছে মার্কিন কংগ্রেস৷ তারা ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (Line of Actual Control, LAC) শান্তি ভঙ্গের জন্য চিনকেই দায়ী করেছে ৷ কিন্তু মার্কিন-ভারত কৌশলগত সম্পর্কের বিস্তার ঘটাতে হবে ৷ পাশাপাশি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি সমর্থন রয়েছে কোয়াড গোষ্ঠীর।

biden modi jinping

বিগত ৬ বছরের মধ্যে ২০২০ সালের জুন মাসে ভারত ও চিন সীমান্তে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে এলএসি সীমান্ত সংলগ্ন গালওয়ানে ৷ তারপরে এই প্রস্তাব গৃহীত হয় মার্কিন কংগ্রেসে ৷ আমেরিকা অরুণাচলপ্রদেশে ম্যাকমোহন লাইনকে চিন ও ভারতের আন্তর্জাতিক সীমারেখা হিসেবে স্বীকৃতি দেয় ৷ পিপলস রিপাবলিক অফ চায়নার (People’s Republic of China, PRC) দাবি করে, অরুণাচল প্রদেশ পিআরসির অংশ তাদের৷ চিনের এই দাবিকেই খারিজ করেছে আমেরিকা ৷ চিন এই ম্যাকমোহন লাইনকে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তরেখা বলে মানতে চায় না।

মার্কিন সেনেটের ওই প্রস্তাবে লাইন অফ কন্ট্রোলে চিনের উস্কানিমূলক কাজকর্মের সমালোচনা করা হয়েছে। চিন পিআরসি নিয়ন্ত্রণরেখায় সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে সেখানকার শান্তি ভঙ্গ করে। বিতর্কিত এলাকায় বসতি স্থাপন করে গ্রাম তৈরি করেছে চিন ৷ মান্দারিন ভাষায় প্রকাশিত মানচিত্রে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নিজস্ব নামও দেওয়া হয়েছে ৷ শুধু ভারত নয়, ভুটান পর্যন্ত পিআরসি এলাকা বিস্তৃত বলে দাবি করে চিন। এরই বিরুদ্ধে এবার ভারতকে সমর্থন করল জো বাইডেনের দেশ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর