বাংলাহান্ট ডেস্ক: নতুন সদস্য যোগ হয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ফুটফুটে এক কন্যা সন্তান এসেছে রাম চরণ (Ram Charan) এবং উপাসনা কামিনেনির পরিবারে। বিয়ের প্রায় ১১ বছর পর এসেছে প্রথম সন্তান। রীতিমতো ধুমধাম করে তাঁকে স্বাগত জানানো হয়েছে। গোটা দেশ থেকে শুভেচ্ছা বার্তায় ভেসেছেন দম্পতি। পাশাপাশি অভাবনীয় কিছু উপহারও পেয়েছে সদ্যোজাত।
গত ২০ জুন জন্ম নেয় রাম চরণ এবং উপাসনা কামিনেনির প্রথম সন্তান ক্লিন কারা কোনিডেলা। বিয়ের পর দম্পতির প্রথম সন্তান, তাই ধুমধাম এবং যত্নআত্তি দুটোই বেশ। সম্প্রতি একটি পোস্টে সপরিবারে ছবি শেয়ার করে মেয়ের নাম ঘোষণা করেছেন রাম চরণ এবং উপাসনা। ছবিগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আরো একটি খবর ছড়িয়ে পড়েছে।
অম্বানি পরিবারের তরফে এক দারুণ উপহার পাঠানো হয়েছে নাকি রাম চরণের মেয়েকে। খাঁটি সোনার তৈরি দোলনা দিয়ে নাকি সদ্যোজাত মেয়ের মুখ দেখেছেন মুকেশ ও নীতা অম্বানি। এও শোনা যাচ্ছে, ওই সোনার দোলনাটির দাম নাকি ১ কোটি টাকার কাছাকাছি। সম্পূ্র্ণ সোনায় তৈরি দোলনা উপহার এক সদ্যোজাতকে! বিষয়টা নিয়ে যেমন উন্মাদনা ছড়িয়েছে তেমনি খবরের সত্যতা নিয়েও উঠছে প্রশ্ন।
এক সংবাদ মাধ্যমের দাবি অবশ্য, পুরো বিষয়টাই মিথ্যে। রাম চরণের সদ্যোজাত মেয়ের জন্য নানান জায়গা থেকে প্রচুর উপহার এসেছে সত্যি। কিন্তু অম্বানি পরিবারের থেকে পাঠানো সোনার দোলনার তথ্যটি একেবারেই ভুয়ো। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি রাম চরণের পরিবার।
সদ্যোজাতর নায নিৎৈও বেঁধেছিল মহা ধুমধাম। সদ্যোজাতর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে একটি বিবৃতিতে খুদের দাদু ঠাকুমার তরফে জানানো হয়েছে নামের অর্থ। সেখানে জানানো হয়েছে, ললিতা সহস্রনামম থেকে নেওয়া হয়েছে ক্লিন কারা নামটি যার অর্থ হল, পরিবর্তনশীল, স্বচ্ছ শক্তি যা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে।
রাম চরণ এবং স্ত্রী উপাসনা দুজনেই ঈশ্বর ভক্ত এবং ভারতীয় সংষ্কৃতির প্রতি রক্ষণশীল। অস্কার অনুষ্ঠানের সময়েও হোটেলে ঈশ্বর স্থাপন করে পুজো করতে দেখা গিয়েছিল তাঁদের। মেয়েও তাঁদের পথেই পা বাড়াক বড় হয়ে, এটাই কামনা রাম চরণ এবং উপাসনার।