হায় হায়! শেষে কীনা আম্বানিদের পরিবারেরও ভাঙন! গুঞ্জন তুঙ্গে, নেপথ্যের আসল কারণটা কী জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত বুধবার। মহারাষ্ট্রে ভোট মানেই সারাদেশের চোখ থাকে বিশেষ কিছু কেন্দ্রের দিকে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, আর এই মুম্বাইয়ের অসংখ্য ভোটার বলিউড সেলিব্রেটি কিংবা জাঁদরেল ব্যবসায়ী যেমন আম্বানি ফ্যামিলি (Ambani Family)। তাই স্বাভাবিকভাবেই মুম্বাইতে ভোট মানে সাধারন মানুষের কৌতূহল একটু হলেও বেশি।

আম্বানি ফ্যামিলিতে (Ambani Family) ভাঙন

আর পাঁচটা সাধারণ ভোটারের মতো এদিনও মুকেশ আম্বানির সাথে ভোট দিতে গিয়েছিলেন তাঁর দুই ছেলে আকাশ ও অনন্ত । মুম্বাইয়ের একাধিক ভোট কেন্দ্রের বাইরে ছিল ছবি শিকারিদের ভিড়। তারকারা ভোট দিয়ে এসে মেটাচ্ছিলেন ছবি শিকারীদের আব্দার। তেমনভাবেই আম্বানি পরিবারের (Ambani Family) সদস্যরাও ভোটাধিকার প্রয়োগের পর ভোট কেন্দ্র থেকে বাইরে এসে পোজ দিচ্ছিলেন।

Ambani Family

মুকেশ আম্বানির (Mukesh Ambani) পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর ছোট ছেলে সদ্য বিবাহিত অনন্ত আম্বানি (Ananta Ambani)। স্ত্রী শ্লোকা মেহতার হাত ধরে বেরিয়ে আসেন আকাশ (Akash Ambani)। তবে এদিন রাধিকাকে দেখা যায়নি অনন্তর সাথে। এই দৃশ্য দেখার পর আবার শুরু হয়েছে আম্বানি পরিবারকে নিয়ে জল্পনা। তাহলে কি কোনো বিবাদ সৃষ্টি হয়েছে আম্বানি পরিবারের অন্দরে?

আরোও পড়ুন : সরকারি শিক্ষকদের জন্য দারুণ উপহার! DA বৃদ্ধির থেকেও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

এদিন ভোটকেন্দ্রের বাইরে আরও একটি দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। একসাথে ছবি তোলার জন্য অনন্ত আকাশকে কাছে আসতে বলেন। তবে আকাশ হাত নাড়িয়ে বারণ করে দেন। স্ত্রীয়ের সাথে মিডিয়ার ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন আকাশ। এই ছবি প্রকাশ্যে আসার পর চারদিকে হই হই পড়ে গেছে। অনেকেই বলতে শুরু করেছেন তাহলে কি অন্তরকলহ শুরু হয়েছে আকাশ ও অনন্তর মধ্যে?

Ambani Family

যদিও সেই বিষয়ে কেউই মান্যতার সাথে কোনো খবর দিতে পারেননি। কিছুদিন আগেই আম্বানি পরিবারের নতুন বৌমা রাধিকাকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। বেশ কিছু অনুষ্ঠানে পেটে হাত দিয়ে পোজ দিতে দেখা যায় রাধিকাকে। সেই ছবি দেখে অনেকেই মনে করছিলেন হয়ত রাধিকা সন্তানসম্ভবা। যদিও সম্প্রতি দীপাবলীর একটি পার্টিতে সেই দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন রাধিকা।

আরোও পড়ুন : বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন জানেন? ভুলেও কিন্তু ভাববেন না বিধানচন্দ্রের কথা

বিয়ের পর থেকেই রাধিকা মার্চেন্ট রয়েছেন একেবারে খবরের শিরোনামে। বিভিন্ন পার্টি ও পুজো-পার্বণে অংশগ্রহণ করতে দেখা গেছে তাঁকে। কিছুদিন আগে খুব বড় করে পালন করা হয় রাধিকার জন্মদিনও। তখন থেকেই খবর আসছিল আম্বানি পরিবারে শুরু হয়েছে কলহ। ফাটল ধরেছে আকাশ ও অনন্তর সম্পর্কে। তবে অনেকেই মনে করছেন এসব কিছুই শুধুই গুজব।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X