বহু বছর ধরে সুদীপার প্রেমে পড়ে রয়েছেন, ‘দাদাগিরি’র মঞ্চে এসে মনের কথা জানালেন অম্বরীশ

বাংলাহান্ট ডেস্ক: সুদীপা চট্টোপাধ‍্যায় (sudipa chatterjee), রান্নাঘরের রাণী বাস্তব জীবনে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ‍্যায়ের স্ত্রী হয়ে সুখে ঘরকন্না করছেন। তাঁদের ছোট ছেলে আদিদেবের জনপ্রিয়তাও বলার মতন। এ হেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী সুদীপার যে আরেকজন প্রেমিকও রয়েছেন তা ‘দাদাগিরি’ না থাকলে জানাই যেত না! সুদীপার এই প্রেমিকটিও বেশ পরিচিত এবং জনপ্রিয়ও বটে।

তিনি হলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (ambarish bhattacharya) ওরফে ‘খড়কুটো’র পটকা। ‘রাজা গজা’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রাখা তাঁর। জনপ্রিয়তার চূড়ায়ও ওঠেন ওই সিরিয়াল দিয়েই। কিন্তু অভিনয় কেরিয়ারে প্রচুর ভালবাসা পেলেও বাস্তব জীবনে কিন্তু এখনো অবিবাহিতই রয়ে গিয়েছেন অম্বরীশ।

IMG 20211026 013537
তবে সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসে তিনি জাহির করলেন সুদীপার প্রতি তাঁর প্রেমের কথা। উল্লেখ‍্য অভিনয়ের পাশাপাশি খুব ভাল গানও গাইতে পারেন অম্বরীশ। শো তে সঞ্চালক সৌরভ তাঁকে গান গাইতে বললে অভিনেতা জিজ্ঞাসা করেন “একা গাইব নাকি ডুয়েট গাইব?” পাশ থেকে সহ প্রতিযোগী রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় ফুট কাটেন, প্রেমে পরলে ডুয়েট গাইতে হয়।

তখনি সর্ব সমক্ষে অম্বরীশ স্বীকার করেন তিনি তো বহু বছর ধরে সুদীপার প্রেমে পড়ে রয়েছেন। অভিনেতার কথা শুনে হতবাক সুদীপা। এদিকে গান গাইতে গাইতে তখন সুদীপার দিকেই এগোচ্ছেন অম্বরীশ। আবার মজা করে তিনি জিজ্ঞাসা করেন ‘ভয় পাচ্ছ কেন?’ শেষে অম্বরীশের সঙ্গে সুদীপাও গলা মেলান, ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি’।

https://www.instagram.com/p/CVK72UnhvgS/?utm_medium=copy_link

গান শেষে হাততালির মাঝে সাহেবের প্রশ্ন, “এটা কবে হল জানতে পারলাম না তো!” সঙ্গে সঙ্গে সুদীপা প্রতিবাদ করেন, “আরে না! ও সম্পূর্ণ মিথ‍্যে কথা বলছে। কখনোই আমাকে বলেনি”। উত্তরে অম্বরীশ বলেন, চোখে চোখে বহুবার সুদীপাকে বলতে চেয়েছেন তিনি। দুজনের কাণ্ড দেখে তখন প্রতিযোগীদের মতোই সৌরভের মুখেও হাসি।

Niranjana Nag

সম্পর্কিত খবর