রোহিত শর্মার বড় রেকর্ডে ভাগ বসালেন তার পুরোনো সতীর্থ রায়ডু! তবে CSK-র জার্সিতে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ তিনি মরিয়া চেষ্টা করেছিলেন নিজের দলকে জয় এনে দেওয়ার। চলতি মরশুমটি আইপিএলের মঞ্চে তার শেষ মরশুম, এটা ফাইনাল ম্যাচের ঠিক আগে জানিয়ে দিয়েছিলেন তিনি। নেমে মরিয়া ভাবে ব্যাট চালাচ্ছিলেন এবং ম্যাচ কার্যত শেষ করে দিয়েছিলেন দুই ওভার বাকি থাকতেই। কিন্তু শেষপর্যন্ত আউট হয়ে গিয়েছিলেন আম্বাতি রায়ডু। কিন্তু তার ৮ বলে ১৯ রানের ইনিংসটা মনে থেকে যাবে ভক্তদের।

গোটা মরশুমটা তাকে মূলত ইম্প্যাক্ট সাব হিসেবেই ব্যবহার করেছেন মহেন্দ্র সিং ধোনি। আজ অবশ্য সম্পূর্ণ সময় মাঠে ছিলেন তিনি। এই দলের আইপিএল জয়ের যাত্রায় মূলত নক আউট পর্বের দুটি ম্যাচে তার অবদান ছিল অপরিসীম।

রায়ডু সাধারণত স্মিতভাষী এবং স্বল্পভাষী। সাক্ষাৎকারে তাকে বেশি মুখ খুলতে দেখা যায় না নিজের সম্পর্কে কোনও ব্যাপারে। কিন্তু আজ তার হয়ে আসল কথাটা বলে গেলেন অজিঙ্কা রাহানে। ম্যাচ শেষের সাক্ষাৎকারে যখন চুপচাপ সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রায়ডু, তখন রাহানে জানান যে তিনি দলে নিজের কিছু ভালো বন্ধুর কাছে জানিয়েছিলেন যে তিনি দলকে ট্রফি জিতাবেন।

তার সেই কথাটি শেষ অবধি ক্রেজা থেকে পুরোপুরি সত্যি করতে না পারলেও তার ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ সময়ে বড় শট মেরে চেন্নাইকে তিনি জয়ের অত্যন্ত কাছাকাছি নিয়ে এসেছিলেন। কিছুদিন আগেই দ্বিতীয়বার নেতৃত্বে সাত পাওয়া রায়ডুর কাছে যেটা অত্যন্ত দামি ইনিংস হয়ে থাকবে।

আজ তিনি সিএসকে জার্সিতে নিজের তৃতীয় ট্রফি জিতেছেন। এর আগে মুম্বাইয়ের হয়েও তিনবার আইপিএল জিতে ছিলেন রায়ডু। আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির হয়ে এতগুলি করে ট্রফি জেতার মতন কীর্তি আর কারোর নেই। তিনি ছুঁয়ে ফেললেন রোহিত শর্মার সবচেয়ে বেশি আইপিএল জয়ের রেকর্ডটি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর