বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল এবং সেন্ট্রাল জোনের মধ্যে হয়ে চলা খেলায় শুক্রবার একটি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল মাঠে উপস্থিত সকলকে। প্রতিপক্ষ বোলার চিন্তন গাজার ছোঁড়া বলে মাথায় আঘাত পেয়ে কেকেআর এবং ভারতীয় দলের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে মাঠের বাইরে চলে হয়।
৬৬ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল মধ্যাঞ্চলের যখন ভেঙ্কটেশ আইয়ার ব্যাট করতে নামেন এবং তিনি তাকে করা গাজার প্রথম বলেই ছক্কা হাঁকান। ব্যাপারটি পছন্দ হয়নি বোলারের। নিজের পরের বল ডিফেন্সিভ স্ট্রোক খেলেন আইয়ার। মাটি থেকে বল তুলে গাজা রাগের মাথায় সেটি কেকেআরের তারকার দিকে ছুঁড়ে মারেন।
সেই বল মাথায় লাগামাত্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কটেশ এবং আবার আঘাত পান। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে এসে পৌঁছেছিল এবং স্ট্রেচারও বার করে আনা হয়েছিল। কিন্তু তার দরকার পড়েনি।
Unpleasant scene here. Venkatesh Iyer has been hit on the shoulder as Gaja throws the ball defended ball back at the batter. Venkatesh is down on the ground in pain and the ambulance arrives. #DuleepTrophy pic.twitter.com/TCvWbdgXFp
— Dhruva Prasad (@DhruvaPrasad9) September 16, 2022
আইয়ার নিজে নিজে হেঁটেই মাঠের বাইরে গিয়ে বসার সিদ্ধান্ত নেন। যদিও সেই প্রাথমিক ধাক্কা সামলে পরে আবার ব্যাট করতে আসেন তিনি কিন্তু একটি ছক্কা এবং দুটি চারের সাহায্যে ৯ বলে ১৪ রান করার পর ৩৭ তম ওভারে তনুশ কোটিয়ানের বলে আউট হন তারকা ক্রিকেটার।
প্রসঙ্গত দ্বিতীয় দিনের খেলার শেষে পশ্চিমাঞ্চল এগিয়ে রয়েছে ২৫৯ রানে। প্রথম ইনিংসে তারা ২৫৭ রান করেছিল। জবাবে মধ্যাঞ্চল ব্যাট করতে নেমে জয়দেব উনাদকাট এবং তনুষ কোটিয়ানের বোলিংয়ের দাপটে ১২৮ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে পশ্চিমাঞ্চল এখনও অবধি তিন উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে তারা। তার মধ্যে পৃথ্বী শ একাই ১০৪ রানে অপরাজিত রয়েছেন। যশস্বী জায়সওয়াল ৩ এবং অজিঙ্ক রাহানে ১২ রান করেছেন।