বাংলা হান্ট ডেস্কঃ গুলি, বোমাবাজি থেকে শুরু করে পুলিশের ওপর হামলা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন। সেই ধৃতকেই দরাজ ‘সার্টিফিকেট’ দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক! ‘ভীষণ ভালো, শিক্ষিত ছেলে’, বলেন আমডাঙার এমএলএ (Amdanga MLA) রফিকুর রহমান। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশকেই নিশানা তৃণমূল (Trinamool Congress) বিধায়কের!
জানা যাচ্ছে, ২০২৪ সালের আগস্ট মাসের শেষের দিকে একটি ঘটনা সূত্রে গ্রেফতার হয়েছেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলাম মণ্ডল। তিনি আমডাঙা ব্লকের বোদাই পঞ্চায়েতের সদস্য। তাঁর বিরুদ্ধে গুলি, বোমাবাজি, পুলিশের ওপর হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে।
জানা যাচ্ছে, গত বছর আগস্ট মাসের শেষের দিকে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙার খুঁড়িগাছি গ্রাম। সংঘর্ষে জড়িয়েছিলেন তৃণমূলেরই (Trinamool Congress) দুই গোষ্ঠী। গুলি থেকে বোমাবাজি, বাদ যায়নি কিছুই, বাড়িতেও দেদার ভাঙচুর চলে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। তাঁদের লক্ষ্য করেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ পড়ুয়াদের জন্য বড় খবর! গরমের ছুটি কাটিয়ে কবে খুলবে স্কুল? জানাল স্কুল শিক্ষা দফতর
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের এই ঘটনার জেরে গুলিবিদ্ধ হন তৃণমূলেরই কর্মী নাসিরউদ্দিন মণ্ডল। অভিযোগ উঠেছিল রাকিবুল ও তাঁর দলবলের বিরুদ্ধে। পরবর্তীতে কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও অধরা ছিলেন বোদাই গ্রাম পঞ্চায়েতের এই সদস্য।
এরপর তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। শেষমেষ বৃহস্পতিবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকা থেকে এই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাকিবুলকে আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইতিমধ্যেই এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক। ধৃতকে ‘ভালো, শিক্ষিত ছেলে’ বলে ‘সার্টিফিকেট’ দেন তিনি। সেই সঙ্গেই পুলিশকে একহাত নেন।
তৃণমূল বিধায়ক রফিকুর বলেন, ‘রাকিবুল এই ঘটনায় জড়িত ছিল কিনা বলতে পারব না। তবে ও ভীষণ ভালো, শিক্ষিত ছেলে। শুনছি ওকে মাদক পাচারের মামলা দেবে। এটা যদি হয়, তাহলে আমডাঙা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক খুব অন্যায় করবেন। মানুষ মানবে না, পথে নামবে। আমডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মতো কিছু পুলিশ খাকি উর্দিকে কলঙ্কিত করছে’।
গুলি, বোমাবাজি, পুলিশের ওপর হামলা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন রাকিবুল। তাঁকেই কিনা ‘সার্টিফিকেট’ দিচ্ছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক! রফিকুরের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।