লক্ষাধিক টাকার চেক জাল! গ্রেফতারি পরোয়ারা জারি হতে পারে আমিশার বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: বড়সড় আইনি ঝামেলায় ফাঁসলেন  অভিনেত্রী আমিশা পটেল (ameesha patel)। ৩২ লক্ষের ও বেশি অঙ্কের টাকা চেক বাউন্স হওয়ায় সমন জারি হয়েছে তাঁর নামে। আমিশার দেওয়া দু দুটি চেক জাল বেরিয়েছে বলে অভিযোগ করা হয়েছে ইউটিএফ টেলিফিল্মস নামে একটি কোম্পানির তরফে। আগামী ৪ ঠা ডিসেম্বর সশরীরে ভোপাল আদালতে হাজির থাকতে হবে আমিশাকে।

ঠিক কী ঘটেছে? সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, একটি ছবি তৈরি করার জন‍্য সাড়ে ৩২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন আমিশা। সেই টাকা শোধ করার সময়ে দুটি চেক দেন তিনি ইউটিএফ টেলিফিল্মস কোম্পানিকে। দুটি চেকই বাউন্স করে যায়, এমনটাই দাবি করা হয়েছে ওই কোম্পানির আইনজীবীর তরফে।

amisha patel 148653075900
এরপরেই আমিশার বিরুদ্ধে ভোপাল আদালতে মামলা দায়ের করা হয় কোম্পানির তরফে। সোমবার জামিন যোগ‍্য সমন জারি করা হয়েছে অভিনেত্রীর নামে। মামলার পরবর্তী শুনানির দিন আমিশাকে সশরীরে উপস্থিত থাকতে হবে আদালতে। অন‍্যথায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে খবর। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি আমিশা।

কাজের কথা বলতে গেলে, বহু বছর পর বলিউডে কামব‍্যাক করতে চলেছেন আমিশা। সানি দেওলেথ সঙ্গে ‘গদর’ এর সিক‍্যুয়েলে ফের জুটি বাঁধতে চলেছেন তিনি। দশেরা তথা বিজয়া দশমীর দিন সিক‍্যুয়েল ছবির মোশন পোস্টার শেয়ার করে সুখবর দেন সানি।

সিক‍্যুয়েল ছবির নাম ‘গদর ২’। ছবির মোশন পোস্টার শেয়ার করেন ধর্মেন্দ্র পুত্র। পোস্টার থেকেই জানা গিয়েছে সিক‍্যুয়েল ছবিতে সানির নায়িকা হচ্ছেন আমিশাই। পাশাপাশি থাকছেন উৎকর্ষ শর্মা। প্রথম ছবির মতো সিক‍্যুয়েলের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিল শর্মা।

Niranjana Nag

সম্পর্কিত খবর