বাংলাহান্ট ডেস্ক: বিহার (bihar) বিধানসভা নির্বাচনই এখন সারা দেশে সংবাদ শিরোনামে উঠে এসেছে। বুধবার প্রথম দফার ভোটদান সমাপ্ত হল। এর আগে শেষ দফার নির্বাচনে এলজেপির (LJP) প্রার্থী ড. প্রকাশ চন্দ্রের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল (ameesha patel)।
গত ২৬ অক্টোবর ঔরঙ্গাবাদের ওবরা বিধানসভা থেকে এলজেপির প্রার্থী প্রকাশ চন্দ্রের সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেছিলেন আমিশা। ড. প্রকাশ চন্দ্রের সমর্থনে প্রায় ৩ ঘন্টার রোড শো করেন অভিনেত্রী।
বহু মানুষ এদিন আমিশার রোড শো তে অংশ গ্রহণ করেছিলেন। অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরই মাঝে ভাইরাল হয়েছে আমিশার একটি অডিও ক্লিপ। যেখানে এলজেপি প্রার্থী ড. প্রকাশ চন্দ্রের সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করেছেন তিনি।
প্রকাশ চন্দ্রকে অত্যন্ত মিথ্যেবাদী, ব্ল্যাকমেলার ও অভদ্র বলে দাবি করেছেন আমিশা। তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমাকে বলা হয়েছে গ্রামে একা ছেড়ে দিলে আমি মরে যাব। দুটোর সময় মুম্বইয়ের ফ্লাইটও ধরতে দেওয়া হয়নি আমাকে।”
আমিশাকে আরো বলতে শোনা যায়, “আমার ধর্ষণ হতে পারত। আমি ঠিকমতো খেতে ঘুমাতেও পারিনি। এতটাই ভয় পেয়ে ছিলাম যে পরদিন সকালে উঠেই নিজের টাকা দিয়েই আমি মুম্বই ফেরত চলে আসি।”
কিন্তু আমিশার এই সমস্ত অভিযোগ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্র। তিনি সাফ জানান, রোড শো তে আমিশার জন্য সব রকম নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল। তিনি আরো দাবি করেন, বিরোধী পার্টি জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবের থেকে টাকা নিয়ে এই সমস্ত ভুয়ো অভিযোগ করছেন আমিশা প্যাটেল।