জন্মদিনে মহৎ উদ‍্যোগ আমিশার, বস্তির বাসিন্দাদের মধ‍্যে বিতরণ করলেন স‍্যানিটারি ন‍্যাপকিন, মাস্ক, বিস্কুট

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  নব্বইয়ের দশকে সুপারহিট নায়িকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে আমিশা পটেলের (ameesha patel) নাম। কহোনা পেয়ার হ্যায় ছবিতে হৃতিক রোশনের বিপরীতে তাঁর অভিনয় সকলেরই মনে গেঁথে গিয়েছে। তবে দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমিশা। কিন্তু সিনেপ্রেমীরা এখনও ভুলতে পারেনি এই অভিনেত্রীকে।
বা বলা ভাল আমিশা ভুলতে দেননি। অভিনয় জগৎকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়াকে দিব্যি আপন করে নিয়েছেন তিনি। নেটদুনিয়ায় খুবই সক্রিয় থাকেন আমিশা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি মারলে ভালই স্পষ্ট হবে এই কথা। মাঝে মাঝেই সোশ্যাল হ্যান্ডেলে নানা ছবি, ভিডিও শেয়ার করেন আমিশা। নতুন ফটোশুট করলে সেই সব ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
আজ ৯ জুন, ৪৪ বছরে পা দিলেন আমিশা। তবে এই বছরের জন্মদিন অভিনেত্রী পালন করলেন একটু অন‍্য ভাবে। অন‍্যান‍্য বারের মতো এবারে আর পার্টি নয়, বরং অসহায় মানুষকে সাহায‍্যের মাধ‍্যমেই আমিশা পালন করলেন নিজের জন্মদিন।


জন্মদিনের সকাল সকালই মুম্বইয়ের বস্তিতে বসবাসকারী মহিলাদের জন‍্য স‍্যানিটারি ন‍্যাপকিন ও সেখানকার বাসিন্দাদের জন‍্য মাস্ক ও বিস্কুট বিতরণের ব‍্যবস্থা করলেন অভিনেত্রী। ওমেন রেসপেক্ট ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই উদ‍্যোগ তিনি নিয়েছেন বলে জানিয়েছেন আমিশা। সেইসব ছবি, ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। অনুরাগীরাও খুব খুশি আমিশার এই মহৎ উদ‍্যোগে।

https://www.instagram.com/p/CBNPNRtA2G2/?igshid=1w28p9o6qbs25

https://www.instagram.com/p/CBNbxJnAlhc/?igshid=un0xralhtada

কিছুদিন আগেইৎ ভাইরাল হয় আমিশার একটি পুরোনো ভিডিও। ভিডিওতে যায় বিকিনি পরে সুইমিং পুলের জল থেকে উঠে আসছেন আমিশা। ক‍্যাপশনে তিনি লেখেন, সুইমিংকে বেশ মিস করছেন। বলা বাহুল্য ভিডিওটি শেয়ার হতে হতে ফের তুমুল ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দেন আমিশাকে। একের পর এক লাইক ও কমেন্টে ভরে যায় আমিশার ইনস্টা পোস্ট।

https://www.instagram.com/p/CBMAHOWgnpF/?igshid=q5ieqv5w6edu

প্রসঙ্গত, কহোনা পেয়ার হ্যায় ছাড়াও বেশ কয়েকটি হিট ছবি রয়েছে আমিশার ঝুলিতে। তার মধ্যে রয়েছে গদর এক প্রেম কথা, ইয়ে হ্যায় জলবা, কেয়া ইয়েহি পেয়ার হ্যায় এর মতো ছবি। হৃতিক রোশন, সানি দেওল, সলমনের খানের মতো অভিনেতার বিপরীতেও অভিনয় করতে দেখা গিয়েছে আমিশাকে। বেশ সুপারহিট হয়েছিল সেইসব ছবি।

সম্পর্কিত খবর

X