ইরান ও সিরিয়ায় তিনটি জঙ্গী ঘাঁটিতে আক্রমন আমেরিকার, মৃত ১৫ জন

বাংলা হান্ট ডেস্ক : শুধু পাকিস্তান নয় ইরান ও সিরিয়ায় জঙ্গী ঘাঁটি নিয়ে কিন্তু বেশ চিন্তা রয়েছে।একদিকে যখন ভারতের সঙ্গে পাকিস্তানের জঙ্গী নিধনের চেষ্টায় রয়েছে ঠিক তখনই আমেরিকা ইরান ও সিরিয়াকে টার্গেট করেছে বেশ কয়েকমাস ধরেই। তাই তো বার বার চেষ্টা করে নাগাল পাওয়ার চেষ্টায় ছিল আমেরিকা। অবশেষে রবিবার বড়সড় সাফল্য এল ডোনাল্ড ট্রাম্পের দেশের। ইরান ও সিরিয়ার তিন তিনটি জঙ্গী ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন সেনা দল পেন্টাগন।

জানা গিয়েছে, কয়েকদিন আগে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন কনট্রাক্টরের মৃত্যুর পর কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠে মার্কিন সেনাদল। এবং ঠারে ঠারে বুঝিয়ে দিতে ইরান ও সিরিয়াকে লক্ষ্য করে প্রস্তুতি নিতে শুরু করে মার্কিন সেনারা। জবাব দিতে ‘কাতায়েব হিজবুল্লা’ নামের একটি জঙ্গীগোষ্ঠীকে টার্গেট করে ফেলে।AP19227601586230

সেই ঘাঁটির সমস্ত তথ্য হাতিয়ে নিতে একেবারে উঠে পড়ে লাগে আমেরিকার সেনাদল। তারপরেই ছক কষে। এরপরেই আক্রমন করা হয়। এয়ারস্ট্রাইক করে তিনটি সেনা ঘাঁটিতে আক্রমন করে। ইরাকের সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, পরপর তিনটি এয়ারস্ট্রাইক করায় চারজনের মৃত্যু হয়।

অন্যদিকে ৩০ জন গুরুতর জখম হন। কিন্তু এএফপির রিপোর্ট অনুযায়ী ওই এয়ারস্ট্রাইকে ১৫ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ, বার বার মার্কিন প্রতিরক্ষা সচিবের তরফ থেকে ইরানের ওই সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছিল। কিন্ত তা সত্ত্বেও কান না দিয়ে নিজেদের মতো কাজ চালিয়ে যায় ইরান। আমেরিকা যদি কখনও জবাব দেয় জোর দেবে এমনটাই বলেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পম্পেও।

 

সম্পর্কিত খবর