বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশ উত্তপ্ত হয়েছে, ক্ষোভের আগুন ক্রমশই উস্কে উঠছে দেশ জুড়ে। কোনোভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন বলবত্ করতে দেওয়া যাবে না তাই তো চারিদিকে প্রতিবাদ বিক্ষোভ ভাঙচুর এসব চলছে। যদিও এসব প্রতিবাদ বিক্ষোভের জন্য বিরোধীদের দুষছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার ভিন্ন মত পোষণ করল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের গণতন্ত্র সম্মান করার মতো তাই ভারতের বিরুদ্ধে মত আন্দোলন করতে পারে এমনটাই মন্তব্য করল এই দুই শক্তিশালী দেশ। সম্প্রতি ওয়াশিংটনে বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের আলোচনা সভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের অশান্তির প্রসঙ্গ ওঠে। যে ভাবে দেশ জুড়ে শুধুমাত্র বিক্ষোভ ও অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে একটু বিপরীত পথেই হেঁটেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পিও ও
তিনি ভারতের এই আন্দোলন এর জন্য ভারতের গণতন্ত্রের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারতের গণতন্ত্র সম্মান করার মতো। একই সঙ্গে ভারতের সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য যেভাবে প্রকাশ্যে আন্দোলন হচ্ছে তা ভারতীয় গণতন্ত্রের সাফল্য। শুধুমাত্র এখানেই থেমে থাকেননি প্রতিবাদীরা যেভাবে আন্দোলন শুরু করেছে সেই প্রসঙ্গেও মত পোষণ করেছেন তিনি। যেহেতু আন্দোলন বিক্ষোভ চলছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও বলেন প্রতিবাদীরা নিজেদের কথা বলতেই পারে।
মার্কিন স্বরাষ্ট্র সচিবের এই দাবিতে সমর্থন জানিয়েছে ব্রিটেন। উল্লেখ্য এমনিতেই ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যেভাবে প্রতিবাদ হচ্ছে তা নিয়ে ভারতের বিরোধিতা করে আন্তর্জাতিক মঞ্চে নালিশ করেছে পাকিস্তান। কিন্তু তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এই প্রশংসা কোনও ভাবেই যে ধোপে টিকবে না তা এক প্রকার নিশ্চিত।