বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাস ধরে চীন ও মার্কিন বাণিজ্য যুদ্ধ নিয়ে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে থেকেছে,আর এরই মধ্যে এই সুযোগকে কাজে লাগাতে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দিকে চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত।তাই তো সুযোগের সদব্যবহার করতে ব্লু টেলস গোল্ড স্মিথ ক্লিনের মতো 324 টি বিদেশি কোম্পানিকে ভারতের টানার চেষ্টায় মরিয়া মোদী সরকার।
ইতিমধ্যেই ওই নামী দামি বিদেশি সংস্থাগুলিকে ভারতে কারখানা খোলার জন্য অফারও দিচ্ছে মোদী সরকার। যদিও চীন ও মার্কিন বাণিজ্য যুদ্ধকে হাতিয়ার করে মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো বেশ কয়েকটি দেশ নিজেদের আখের গোছাতে তত্পর হয়েছে তবে ভারতের কাছে লাল ফিতের ফাঁস অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এত দিন অবধি চীনকে বেশি সুবিধা দিয়ে এসেছে এই বিদেশি কোম্পানিগুলি তবে চিনকে পিছনে ফেলতে বিদেশি ওই সংস্থাগুলিকে আরও বেশি করে সুবিধা দিতে তত্পর হয়েছে মোদী সরকার
শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জিনিস ঘুড়ি সহজে সরবরাহ করবে ভারত এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর পাশাপাশি সেই সমস্ত বিদেশি কোম্পানিগুলির কাছে ইতিমধ্যেই ভারত নিজেদের প্রতিনিধিও পাঠাতে শুরু করেছে। যেহেতু মাত্র ছয় বছরের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নততর করতে টার্গেট নিয়েছে মোদী সরকার তাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে নরেন্দ্র মোদী।
দেশের অর্থনৈতিক অবস্থা সঙ্কটজনক হলেও ব্যবসাক্ষেত্রে কিন্তু ভারতের উন্নয়ন হয়েছে। তবে চীন বা আফ্রিকার মতো দেশগুলিকে এখনও পিছনে ফেলা সম্ভব হয়নি আর তাই এগিয়ে যেতে মরিয়া মোদী সরকার, তাই লক্ষ্য পূরণ করতেই যেন তেন প্রকারে সদা সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।