বাংলাহান্ট ডেস্ক : মার্কিন প্রশাসনের আমদানি শুল্কনীতি ঘুম উড়িয়েছে গোটা বিশ্বের। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, নয়া শুল্কনীতির ফলে আর্থিক মন্দার সম্মুখীন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহে সদ্য মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসা ডোনাল্ড ট্রাম্প চিনের (America-China) পণ্যের উপর ১২৫% আমদানি শুল্ক লাগু করার ঘোষণা করেছেন। এই বিপুল পরিমাণ আমদানি শুল্কের কারণে মার খেতে পারে চিনা সংস্থাগুলি।
আমেরিকা চিনের (America-China) শুল্ক যুদ্ধে লাভ ভারতের?
তবে বাজার বিশেষজ্ঞদের একাংশের মত, আমেরিকা-চিন (America-China) শুল্ক যুদ্ধে আখেরে লাভ ভারতেরই। আমেরিকার বাজারে চিনা পণ্যের চাহিদা রয়েছে চোখে পড়ার মতো। তবে ট্রাম্প প্রশাসনের নয়া শুল্ক নীতি অনুযায়ী, এবার থেকে চিনা দ্রব্যের উপর আমেরিকা ১২৫% পর্যন্ত আমদানি শুল্ক আদায় করবে। যারফলে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে চিনা সংস্থাগুলি।
আরও পড়ুন : রেপো রেট কমতেই গ্রাহকদের খুলল কপাল! বড়সড় সুখবর শোনাল PNB সহ এই ৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
এই পরিস্থিতিতে ভারতকে (India) পাখির চোখ করেছে চিন। আরও সস্তায় ভারতের বাজারে নিজেদের পণ্য বিক্রির উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে চিনা সংস্থাগুলি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনা ইলেকট্রনিক্স উপাদান প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি আরও ছাড়ে ভারতে নিজেদের পণ্য বিক্রির পরিকল্পনা করছে। বর্তমানে চিনা ইলেকট্রনিক্স উপাদান প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি মোট রফতানির উপর ৫% ছাড় দিচ্ছে।
আরও পড়ুন : ফের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন! IPL-এ বাকি ম্যাচগুলিতে ইয়েলো আর্মির নেতৃত্বে ধোনি
বিশেষজ্ঞদের মতে, এই ছাড় বেশ কিছুটা স্বস্তির ভারতীয় গ্রাহকদের জন্য। রেফ্রিজারেটর, টিভি এবং স্মার্টফোনের মতো ইলেকট্রনিক্স দ্রব্যে চিন থেকে আসা ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার অনেকটাই বেশি। বাজার বিশেষজ্ঞদের ধারণা, চিনা ইলেকট্রনিক্স পণ্যের উপর ছাড় পাওয়ায় ভারতীয় সংস্থাগুলি আরও সস্তায় দেশের বাজারে তাদের দ্রব্য বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারে। ভারতের বাজারে সস্তা হতে পারে ফ্রিজ, টিভি, মোবাইল ফোনের মতো একাধিক ইলেকট্রনিক্স দ্রব্য।
আমেরিকার পর ভারত চিনের (America-China) সর্ববৃহৎ বাজার। স্মার্টফোন, কম্পিউটার, খেলনা, পোশাক, ভিডিয়ো গেম, বৈদ্যুতিক জিনিসপত্রের মতো একাধিক দ্রব্য আমেরিকায় রফতানি করে চিন। তবে মাত্রারিক্ত আমদানি শুল্কের কারণে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে চিনা সংস্থাগুলি। এই আবহে ভারতের বাজারে নিজেদের দাপট বজায় রাখতে আরও কিছুটা সস্তায় ভারতকে পণ্য রফতানি করতে পারে শি জিনপিংয়ের দেশ।