বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) নির্বাচনে উৎসাহ দিতে নাকি কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেছে আমেরিকা। ভারতের জনতাকে ভোটদানে উৎসাহ দিতে নাকি ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে আমেরিকা। সম্প্রতি আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) তরফে শেয়ার করা পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় (India) রাজনীতিতে। দেশের নির্বাচনে বিদেশী রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিরোধীদের দিকে কটাক্ষ শানিয়েছে বিজেপি।
ভারতের (India) ভোটে আমেরিকার টাকা খরচ
এলন মাস্কের ডিপার্টমেন্টের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় রবিবার। সেখানে উল্লেখ করা হয়, আমেরিকার নতুন সরকারের খরচে কাটছাঁট করতে নাকি বেশ কিছু দেশের প্রকল্প বন্ধ করা হচ্ছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, ভারতীয়দের (India) নির্বাচনে উৎসাহ দিতে নাকি ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করত আমেরিকা। ভারতীয় (India) মুদ্রায় যে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ১৮২ কোটি টাকা।
কটাক্ষ শানাল বিজেপি: এখন প্রশ্ন হচ্ছে, ভারতের (India) নির্বাচনে আমেরিকা কেন অর্থ খরচ করত? এতে লাভবানই বা হত কারা? এই প্রশ্নটাই তুলে দিয়েছে বিজেপি। শাসক দলের মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেন, ‘ভোটদানে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার? এর স্পষ্ট অর্থ, ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ ছিল। এর ফলে কারা সুবিধা পেয়েছে? শাসক দল যে পায়নি তা হলফ করে বলতে পারি’।
আরো পড়ুন : খেই হারিয়েছে গল্প, TRP গড়িয়ে তলানিতে, দর্শক টানতে নতুন ভিলেনের এন্ট্রি জলসার “ফ্লপ” মেগায়
কোন দিকে অভিযোগ: একই সঙ্গে বিরোধী কংগ্রেস তথা গান্ধী পরিবারের উদ্দেশেও তোপ দেগেছেন অমিত মালব্য। মার্কিন ধনকুবের জর্জ সোরসের সঙ্গে গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি তুলেও কটাক্ষ শানাতে ছাড়েননি তিনি।
আরো পড়ুন : হাড্ডাহাড্ডি টক্কর জগদ্ধাত্রী-নিম ফুলের মধ্যে, সেরা নায়িকার পুরস্কার ছিনিয়ে নিলেন কে!
ভারতীয় (India) নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের দাবি, মার্কিন হস্তক্ষেপে তারা মোটেই উপকৃত হয়নি। ফলত অভিযোগের আঙুল উঠছে বিরোধী শিবিরের দিকেই।