ভারতকে সস্তায় তেল দিতে রাজি নয় আমেরিকা

 

বাংলা হান্ট ডেস্ক:আমেরিকা পরিষ্কার জানিয়ে দিল ভারতকে সস্তায় তেল বিক্রি করা সম্ভব নয়।

এক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস। তিনি জানান,ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়েছেন ভারতকে সস্তায় তেল বিক্রি করা যাবে না।

 

তিনি জানান আমেরিকায় তেল কেনাবেচা নিয়ন্ত্রণ করেন বেসরকারি সংস্থাগুলো। জ্বালানির বাজারদরের ওঠানামা ঠিক হয় বাজারের নীতি মেনে। আমেরিকা সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন না। ফলে ইরান থেকে তেল আমদানি বন্ধ করলেও ভারতকে সস্তায় জ্বালানির যোগান দিতে পারবে না আমেরিকা।

আমেরিকার এরকম সিদ্ধান্তে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে ভারত সরকার। ইরান থেকে তেল আমদানি বন্ধ হয়ে বাজারে জ্বালানির দাম এমনিতেই বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ভারতকে অন্য দেশের তুলনায় অনেক সস্তায় তেলের জোগান দিয়ে এসেছে।

2e036 img 20190507 201231 1

উল্লেখ্য, আমেরিকা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আনে। পরমাণু গবেষণা নিয়ে ওয়াশিংটনের দেওয়া শর্ত মেনে নেয়নি ইরান। তাই বিশ্বের প্রথম সারির তেল উৎপাদক দেশটি থেকে তেল আমদানীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

সম্পর্কিত খবর