বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন সুরক্ষা বলয় সরিয়ে নেওয়ায়, এবার আফগানিস্তানের মত সংকটে রয়েছে আমেরিকার (america) আরও এক বন্ধু দেশ। আফগানিস্তান নিয়ে চলতে থাকা বিবাদের মধ্যে এবার সৌদি আরব (saudi arabia) থেকে মোতায়েন করা টার্মিনাস হাই অ্যালটিচুড এরিয়াল ডিফেন্স (THAAD) এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিল আমেরিকা। যার কারণে, বর্তমান সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখে রয়েছে সৌদি আরব।
২০১৯ সালের শেষের দিকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক হাজার মার্কিন সৈন্য সৌদি আরবে মোতায়েন করেছিল মার্কিন সরকার। কিন্তু বর্তমানে স্যাটেলাইট চিত্র থেকে জানা গিয়েছে, রিয়াদ থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে অবস্থিত সামরিক স্থাপনা প্রিন্স সুলতান এয়ার বেসের রানওয়ে থেকে বায়ু ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে আমেরিকা।
এবিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের পেন্টাগনের মুখপাত্র জন কিরবি নিশ্চিত জানিয়েছেন, ‘সৌদি আরব থেকে কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে অন্যত্র মোতায়েন করা হয়েছে’। তবে ঠিক কি কারণে এমনটা করা হয়েছে এবং তা সরিয়ে কোথায় পাঠানো হয়েছে, সেবিষয়ে কিছু খলসা করেননি তিনি।
তবে এবিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সাথে রিয়াদের সম্পর্ক শক্তিশালী, দীর্ঘদিনের এবং ঐতিহাসিক। তবে এভাবে মার্কিন ক্ষমতা সরিয়ে নিলেও যে তাঁদের কোন ক্ষতি হবে না, তা সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথায় স্পষ্ট হয়ে গেছে। তারা জানিয়েছে, সৌদি সামরিক বাহিনী দেশের স্থল, সমুদ্র ও আকাশসীমা এবং দেশের জনগণকে সুরক্ষা দিতে সক্ষম।
প্রসঙ্গত, মার্কিন প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-3 ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি। এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধ জাহাজকে আঘাত করতে সক্ষম।