নত হল আমেরিকা, রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে আপত্তি নেই জানাল ওয়াশিংটন

বাংলা হান্ট ডেস্ক : আন্তর্জাতিক কূটনৈতিতে বড় জয় ভারতের। রাশিয়া (Russia) থেকে ভারতের তেল কেনায় আর কোনও আপত্তি নেই হোয়াইট হাউসের। এমনকি ভবিষ্যতেও ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনাও নেই তাদের। বুধবার এমনই ঘোষণা করলেন ইউরোপ-ইউরেশিয়া বিষয়ক সহ সচিব কারেন ডনফ্রয়েড। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) এই অবস্থানকে যথেষ্ট উৎফুল্ল নয়াদিল্লি।

কারেন ডনফ্রয়েড জানান, ‘ভারত ও আমেরিকার সস্পর্ক বহু দিনের। যখনই দু’দেশের নীতি সংক্রান্ত কোনও ভিন্নমত তৈরি হয়, তখনই আন্তর্জাতিক নিয়মনীতি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লক্ষ্যে আমরা পারস্পরিক সম্মান বজায় রাখি।’ একই বক্তব্য শোনা গিয়েছে আমেরিকার শক্তি সংক্রান্ত সহ সচিব জিওফ্রে প্যাটের কাছ থেকেও। তিনি বলেন, ‘রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে আমেরিকার কোনও সমস্যা নেই। এটা নিয়ে দু’পক্ষের মধ্যে যে আলোচনা চলছে তাকে আমরা সম্মান করি।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরুর পর থেকেই পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা-সহ পশ্চিমের রাষ্ট্রগুলি। তারা যৌথ ভাবে বেঁধে দিয়েছে তাদের তেলের দামের ঊর্ধ্বসীমাও। এই সুযোগকে কাজে লাগিয়ছে ভারত। রাশিয়া থেকে তেলের আমদানি দিনের পর দিন বাড়িয়েই চলেছে দিল্লি।

cooking oil

আন্তর্জাতিক মহল ভেবেছিল, রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গ নিয়ে ভারতের সঙ্গে বনিবনা হবে না ওয়াশিংটনের। প্রথম দিকে ব্যাপারটা ভালোভাবে নেয়নি আমেরিকাও। কিন্তু রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত পরিস্কার জানিয়ে দেয় যেখানে কম দামে পাবে ভারত সেখান থেকেই তেল কিনবে। দেশের ভবিষ্যৎের স্বার্থে। দেশের মানুষের স্বার্থে।

আন্তর্কাতিক কূটনৈতিক মহল মনে করছে, ভারত আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি। মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তাই দেয়নি নয়াদিল্লি। এবার আমেরিকা ভারতের সেই অবস্থান মেনে নিতে বাধ্য হল। এটি ভারতের একটি কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


Sudipto

সম্পর্কিত খবর