‘নাক গলাব না’ বলেও সেই হস্তক্ষেপ আমেরিকার, কেন ভারত-পাক সংঘর্ষ বিরতিতে হঠাৎ সক্রিয় হলেন ট্রাম্প? চড়ছে বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টানা দু তিনের চরম উত্তেজনার পর এল বিরাট খবর! সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান দুই দেশই। শনিবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানালেন, আজ শনিবার বিকেল পাঁচটা থেকেই দুই দেশের মধ্যে সব রকম ভাবেই সংঘর্ষ বিরতি (America) করা হয়েছে। যদিও তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের আর্জিতেই সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত।

ভারত আমেরিকার মধ্যে নাক গলাল আমেরিকা (America)

বিদেশ সচিব বলেন, শনিবার দুপুর ৩ টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের DGMO র তরফে ফোন করা হয় ভারতের DGMO কে। জানা যাচ্ছে, ফোনে নাকি রীতিমতো আর্তনাদের সুরেই আর্জি জানানো হয় পাকিস্তানের তরফে। তারপরেই ভারত রাজি হয় সংঘর্ষ বিরতিতে। নির্দেশিকা অনুযায়ী, আজ শনিবার বিকেল পাঁচটা থেকেই কার্যকর হবে সংঘর্ষ বিরতি। এদিকে মার্কিন (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, আমেরিকার ‘মধ্যস্থতা’তেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই দেশ।

America interference sparked controversy in India pak de escalation

বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের: এদিন মার্কিন (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে বলেন, ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি খুশি মনে জানাচ্ছি, ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। দুই দেশকেই বুদ্ধিমত্তা এবং বিবেচনার সঙ্গে বিষয়টি দেখার জন্য শুভেচ্ছা। বিষয়টিতে নজর দেওয়ার জন্য ধন্যবাদ’।

আরো পড়ুন : পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই ‘বাড়াবাড়ি’ বাংলাদেশের, ভারত নিয়ে ইউনূসকে বার্তা জামাতের

হস্তক্ষেপ না করার কথা বলেছিল আমেরিকা: এদিকে অতি সম্প্রতি মার্কিন (America) ভাইস প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের এই বিষয়ে হস্তক্ষেপ করবে না আমেরিকা। জেডি ভান্স মন্তব্য করেন, কূটনৈতিক ভাবে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করবে আমেরিকা। তবে সামরিক ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। কারণ প্রাথমিক ভাবে এটা আমেরিকার (America) কোনো বিষয় নয়।

আরও পড়ুন : দেখিয়ে দিল চণ্ডীগড়! দেশের প্রয়োজনে স্বেচ্ছাসেবক হতে নামল বিরাট মানুষের ঢল

তারপরেই শনিবার জানা যায়, পাক সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। দুই পক্ষকেই উত্তেজনা কমানোর জন্য উপায় খোঁজার বিষয়ে আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনার ক্ষেত্রে আমেরিকার (America) সাহায্যের প্রস্তাবও দিয়েছেন বিদেশ সচিব, যাতে ভবিষ্যতে কোনো রকম সংঘাত এড়ানো যায়। আর তার কয়েক ঘন্টা পরেই এল ট্রাম্পের বার্তা এবং সংঘর্ষ বিরতির ঘোষণা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X