বাংলা হান্ট ডেস্ক : সুলেমানি কিছু নির্দোষ লোক কে মেরেছে যার জন্য দূতাবাসে হামলার জন্য সমস্ত দায় নিতে হবে তাকেই। আর তার জন্য তার মৃত্যু হয়েছে সুলেমানের। আমেরিকার ট্রাম্প এমনই হুঁশিয়ারি দিল এবার ইরানকে। কিন্তু ইরান যুদ্ধের জন্য লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে। তাদের সেই সুলেমানের মৃত্যু স্থলে। প্রস্তুত তারা যুদ্ধের জন্য।
তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার ভোট আসন্ন। আর এই মুহূর্তে যদি যুদ্ধের আবহাওয়া তৈরি হয় তবে তার সমস্ত তেলের বাজারে পড়বে প্রভাব। বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম। আর এমন বিষয়ে সিদ্ধান্ত নিতে আমেরিকার দ্বিতীয় বার ভাববে। যে ভোটের আগে বেড়ে যাক তেলের দাম তার দেশে। তেলের দাম প্রভাব পড়তে পারে ভারতেও।
ভারতে এ নিয়ে চিন্তার ভাজ পড়েছে। তবে যুদ্ধের পক্ষে ইরানের পাশে যেমন দাঁড়িয়েছে কিছু দেশ।তেমনি আমেরিকার পাশে রয়েছে বিশ্বের অন্যান্য সর্ববৃহৎ দেশগুলো। কিন্তু এখন দেখার বিষয়। এবং ইরানের সম্পর্ক ধীরে ধীরে করে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি দিকে যাচ্ছে তাতে যদি যেকোনো মুহূর্তে যুদ্ধ এক অন্য রকম পথ তৈরি করে তবে গোটা বিশ্ব এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।