দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২৬/১১-র হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা

বাংলাহান্ট ডেস্ক : ২৬/১১ র মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে এবার হাতে পেতে চলেছে ভারত (India)। আমেরিকার জেলে বন্দি ছিল পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী ওই অভিযুক্ত। অবশেষে ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ জো বাইডেন সরকারের আবেদন মেনেই অভিযুক্তকে ভারতের (India) হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুম্বই হামলার অভিযুক্তকে ভারতে (India) প্রত্যর্পণ আমেরিকার

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত তাহাউর রানাকে ভারতকে (India) প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। পালটা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন রানা, যা ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন ছিল এতদিন। এবার ওই বেঞ্চও অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে (India) প্রত্যর্পণের ক্ষেত্রে সায় দিল।

 

America is going to handover Tahawwur rana accused in Mumbai attack to India

খারিজ হয় রানার আবেদন: প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়েও ফের আবেদন করেছিলেন রানা। কিন্তু খারিজ হয়ে গিয়েছে সেই আবেদন। এরপরেই বিদেশ সচিব প্রত্যর্পণের নির্দেশনামায় আইন মেনে সই করতে পারেন বলে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই তাহাউর রানা?

আরো পড়ুন : নুসরত অধ্যায়ের চির সমাপ্তি, নতুন বছরেই সৌরসেনীকে জড়িয়ে প্রেমে শিলমোহর নিখিলের!

কে এই তাহাউর রানা: জানিয়ে রাখি, ২৬-১১ র মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী ছিল এই তাহাউর রানা। প্রায় দেড় দশক আগেই তাকে হাতে পাওয়ার জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেসময় নয়াদিল্লির আবেদনে পাত্তা দেয়নি ওয়াশিংটন। উপরন্তু পরবর্তীতে তিনি জামিনও পেয়ে গিয়েছিলেন। তবে মুম্বই হামলায় রানার প্রত্যক্ষ যোগ নিয়েই অভিযোগ জানিয়েছিল ভারত (India)।

আরো পড়ুন : শ্রেয়া বা সুনিধি নয়, দেশের সবথেকে ধনী গায়িকার সম্পত্তি ২০০ কোটিরও বেশি! চমকে দেবে নামটা

এরপর ফের ১৯৯৭ এর দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের তরফে আবেদন জানানো হয়। শেষমেষ ২০২০ সালে মুম্বই হামলার ঘটনাতেই ফের গ্রেফতার হন রানা। দু বছর আগে রানাকে ভারতে (India) প্রত্যর্পণের কথা জানিয়ে আবেদন করেছিল ভারত। ব বাইডেন সরকারও সেই আবেদনে সাড়া দিয়ে রানাকে ভারতে পাঠানোর কথা জানিয়েছিল আদালতে। উপরন্তু ক্যালিফোর্নিয়ার একটি আদালতে তাহাউর রানার তরফে জামিনের আবেদন খারিজ হতেই তাঁর প্রত্যর্পণের পথ আরো প্রশস্ত হয়। অবশেষে তাঁকে ভারতকে প্রত্যর্পণের ক্ষেত্রে সায় দিল ওয়াশিংটন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর