আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিতে পারে আমেরিকার, তবে পালন করতে হবে এই শর্ত

বাংলাহান্ট ডেস্কঃ গোটা আফগানিস্তান (Afghanistan) চলে গিয়েছে তালিবানদের (taliban) দখলে। পদত্যাগ করে রাজধানী কাবুল ছেড়ে পালিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি আশরাফ ঘানি। বর্তমানে গোটা আফগানিস্তান দাপিয়ে বেড়াচ্ছে তালিবানরা। জারি করছে নানারকম ইসলামিয়ানা নির্দেশিকা। আতঙ্কে রয়েছে আফগান নাগরিকরা।

এই পরিস্থিতিতে তালিবানদের জন্য এক বার্তা পাঠালেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন (antony blinken)। তালিবানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত মার্কিন সরকার, এমনই বার্তা পাঠালেন অ্যান্টনি ব্লিনকেন। তবে মানতে হবে কয়েকটি বিশেষ শর্ত। আর এই শর্ত মেনে নিলেই, তালিবানদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই আমেরিকার- এমনটাই জানালেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট।

blinken2 696x392 2

রবিবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএন-কে এক সাক্ষাৎকার দেন অ্যান্টনি ব্লিনকেন। আর সেখানেই তিনি বলেন, ‘তালিবানদের সঙ্গে কাজ করতে কোন সমস্যা নেই মার্কিন সরকারের। আমেরিকার সরকার প্রস্তুত তালিবানদের সঙ্গে কাজ করার জন্য। কিন্তু তাঁর জন্য কয়েকটি শর্ত নামতে হবে। আর এই শর্ত মেনে নিলেই, তালিবানদের সঙ্গে কাজ করবে আমেরিকা’।

তিনি বলেন, ‘দেশের মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, আশ্রয় দেওয়া যাবে না জঙ্গিদের এবং সর্বোপরি কোন ভাবেই খর্ব করা যাবে না মহিলাদের অধিকার। এই নিয়মের যদি কোন অন্যথা হয়, অর্থাৎ কোন সরকার যদি এই নিয়ম অমান্য করে জঙ্গি আশ্রয় দেয়, দেশের মানবাধিকার লঙ্ঘন করে, কিংবা মহিলাদের অধিকার ছিনিয়ে নিয়ে তাঁদের উপর কর্তৃত্ব ফলাতে যায়, তাহলে আমেরিকা কোনভাবেই সেই সরকারের সঙ্গে কাজ করবে না। যার ফলস্বরূপ, তালিবানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাঁদের ভ্রমণের ক্ষেত্রে কোনরকম ছাড় দেওয়া হবে না’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর