বাংলাহান্ট ডেস্ক : গোপনে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে চিন (China)। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের হেডকোয়ার্টার পেন্টাগনের পেশ করা রিপোর্টে জানা গিয়েছে এমনি চাঞ্চল্যকর তথ্য। প্রতি বছরই আমেরিকান কংগ্রেসে একটি বিশেষ রিপোর্ট পেশ করে পেন্টাগন। চিনের সামরিক শক্তি এবং অস্ত্র ভাণ্ডারের বাড় বৃদ্ধি নিয়ে এই রিপোর্ট প্রকাশ করে তারা। চলতি বছরে সেই রিপোর্ট দেখেই কার্যত মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে আমেরিকার।
দ্রুত পরমাণু অস্ত্র বাড়াচ্ছে চিন (China)
পেন্টাগনের রিপোর্ট বলছে, চিনের (China) কাছে বর্তমানে প্রায় ৬০০ পরমাণু অস্ত্র রয়েছে। চলতি বছরেই প্রায় ১০০ টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে জিনপিং এর দেশ। ২০৩০ সালের মধ্যে এই অস্ত্র সংখ্যা হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে চিন (China)। ২০৩৫ সাল পর্যন্ত বেজিং পরমাণু অস্ত্র বাড়াবে বলে জানা গিয়েছে। এমনিতে বিশ্বের সব থেকে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে চিনের কাছে। পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্রও তারা মজুত করছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে।
কত সামরিক শক্তি রয়েছে বেজিং এর: বিশ্বের সবথেকে বড় নৌবহরও রয়েছে চিনের কাছে। যেখানে আমেরিকার কাছে রয়েছে ২৯০ টি যুদ্ধজাহাজ, সেখানে চিনের (China) কাছে যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ মিলিয়ে রয়েছে প্রায় ৩৭০ টি। পাশাপাশি প্রায় ২ হাজার যুদ্ধ বিমানও রয়েছে চিনের কাছে। তবে সামরিক বিষয়ে চিনের গোপনীয়তা বরাবরই চূড়ান্ত পর্যায়ে। সরকারি ভাবে প্রতি বছর প্রতিরক্ষা বাজেট পেশ করলেও ওই বাজেটে সঠিক হিসেব দেখানো হয় না বলেই মত পেন্টাগনের। চলতি বছর যেমন চিনের (China) প্রতিরক্ষা বাজেট ঘোষণা হয়েছিল ২২,৪০০ কোটি ডলার। কিন্তু পেন্টাগনের দাবি, চিনের প্রকৃত বাজেট এর থেকে অন্ততপক্ষে ৪০ শতাংশ বেশি হবে।
আরো পড়ুন : বিতর্কে ভর করেই চমক ‘চমকিলা’র, শাহরুখ-আল্লুকে ছাপিয়ে নয়া পালক জুড়ল দিলজিতের মুকুটে
চিনের উপর কড়া নজর আমেরিকার: আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক যেকোনো উচ্চ পর্যায়ের বৈঠক অবশ্য এড়িয়ে চলে চিন (China)। নভেম্বরে লাওসে প্রতিরক্ষা সম্মেলনে চিনের প্রতিরক্ষা মন্ত্রী ডং হুনকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। কিন্তু সে আমন্ত্রণ ফিরিয়ে দেয় বেজিং। তবে ভোটে জিতেই চিনকে (China) কড়া নজরদারির আওতায় রাখতে বিশ্বস্ত দুজন অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব ভার দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে নাশকতার ছক! বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ধৃত আব্বাস আলি
বিদেশ সচিব মার্কো রুবিয়ো এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের উপরে চিনের (China) উপরে নজরদারির দায়িত্ব পড়েছে। এদিকে সেই ২০২০ সাল থেকেই চিনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে রুবিয়োর উপরে। তবে এবার সেই নিষেধাজ্ঞা চিন পুনর্বিবেচনা করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে কট্টর চিন (China) বিরোধী হিসেবে পরিচিত ওয়াল্টজ ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং মধ্য এশিয়ার থেকে নজর সরিয়ে চিনের উপরে গুরুত্ব দেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন।