দীর্ঘ কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পরে চন্দ্রযান টু নিয়ে ভারত 95% সাফল্য পেয়েছে৷ চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে পৌঁছতে গিয়ে নিখোঁজ হয়েছে ল্যান্ডার বিক্রম৷ তাই ইসরোর এই প্রচেষ্টাকে শুভেচ্ছা জানালেও আমেরিকা৷ দক্ষিণ মধ্য এশিয়ার কার্যনির্বাহী সহ সচিব অ্যালিস জি ওয়েলস, চন্দ্রযান টু এর মিশন ভারত কি অনেক কদম এগিয়ে রাখবে বলে জানান পাশাপাশি চন্দ্র যানের অরবিটার যে সমস্ত মূল্যবান তথ্য প্রেরণ করবে তা বিজ্ঞানের সাফল্যকে আরও উজ্জ্বল করবে বলেও মত প্রকাশ করেন তিনি৷
শনিবার গভীর রাতে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করার কথা ছিল ল্যান্ডার বিক্রমের কিন্তু 2.1 কিলোমিটার দূরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায় যানটি৷ তবে ল্যান্ডার বিক্রমের এখনও অবধি খোঁজ না পেলেও এখনও চাঁদকে কেন্দ্র করে অরবিটার প্রদক্ষিণ করছে৷ যেটি এখনও এক বছর ধরে চন্দ্রপৃষ্ঠের নানান ছবি তুলে পাঠাবে৷ আর এতেই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা৷ তা ই চন্দ্রযান টু এর অভিযান সম্পর্কে বলতে গিয়ে মার্কিন কূটনীতিক ওয়েলস বলেছেন, মহাকাশে ভারত নিজের জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখবে তা একেবারেই নিশ্চিত৷
অন্য দিকে শনিবার নাসার তরফ থেকে ভারতের এই প্রচেষ্টার জন্য সাধুবাদ দিতে দেখা যায়৷ ইসরোর প্রশংসা করে নাসা শুক্রবারই জানিয়েছিল এর আগে এই ধরনের অভিযানে কোনও দেশ 60 শতাংশের বেশি সাফল্য পায়নি তাই ভারত 90-95 শতাংশ সফল হয়েছে৷ উল্লেখ্য এই অরবিটারের মাধ্যমেই ল্যান্ডার বিক্রমের খোঁজ পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা৷