বড় খবরঃ করোনা নিয়ে ‘অপারেশন চিন” শুরু করল আমেরিকা

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বই এখন সন্দেহ করছে যে করোনা ভাইরাসের প্রধান ভিলেন হল চিন (China)। অনেক দেশ চাপা গলায়, আবার অনেক দেশ খোলাখুলি চিনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। ধীরে ধীরে গোটা বিশ্বই চিনের বিরুদ্ধে এক হচ্ছে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা করোনার সবথেকে বড় শিকার হয়েছে। আমেরিকা (America) করোনা নিয়ে অপারেশন চিন (Operation China) শুরু করে দিয়েছে।

xi trump 1523439827

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে হুমকি দিয়ে বলেছেন, যদি ড্রাগন দোষী হয় তাহলে তাদের পরিণাম ভুগতেই হবে। আমেরিকার রাষ্ট্রপতির এই বয়ান পরিস্কার করে দিয়েছে যে, এবার আমেরিকা আর চিন করোনা নিয়ে মুখোমুখি সংঘর্ষে আসবে। আমেরিকার রাষ্ট্রপতি পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, এই মহামারীর জন্য যদি চিন কোনভাবে দায়ি হয়, তাহলে আমেরিকান বুঝিয়ে দেবে।

চিনের উহানের রহস্যময়ি ল্যাব এখন গোটা বিশ্বের নজরে রয়েছে। করোনা ভাইরাস উহানের ওই ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে নাকি, সেটা নিয়ে এখন তদন্ত শুরু করেছে আমেরিকা।

তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাম্প চাইছেন আমেরিকার এক্সপার্টের টিম চীনে তদন্তের জন্য যাক। ট্রাম্প দাবি করেছে যে, চিনে এক্সপার্টের টিম পাঠানোর জন্য তাদের সাথে কথা হয়েছে। কিন্তু চিন এখনো পর্যন্ত এটা নিয়ে কোন জবাব দেয়নি।

চিন করোনা নিয়ে সত্যি কথা বলছে না, আর এই কারণে গোটা বিশ্বই চিনের বিরুদ্ধে রেগে আছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চিনের বিরুদ্ধে খোলাখুলি ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, চিনে কি হয়েছে সেটা নিয়ে ওঁরা আমাদের জানায়নি, আর এই কারণে চিনের উপর ক্ষোভ রয়েছে। আরেকদিকে জার্মানিও করোনার কারণে আর্থিক ক্ষতি হওয়ার জন্য চিনকে ১৪৯ বিলিয়ন ডলারের বিল ধরিয়ে দিয়েছে।

উহানের যেই বায়োলজিক্যাল ল্যাবে করোনা লিক করার সন্দেহ উঠেছে, সেখানেই আমেরিকা পরীক্ষা করার জন্য ফান্ড দিত। কিন্তু আমেরিকা এটা জানতেও পারেনি যে, ওই ল্যাব থেকে একটা ভাইরাস লিক হয়ে তাদের এত বড় ক্ষতি করে দেবে। এবার আমেরিকা ভাইরাস লিক হওয়া তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন এটাই যে চিন কি আমেরিকাকে তদন্ত করার সুযোগ দেবে? আমেরিকার এক্সপার্টের টিমকে চিনে ঢুকতে দেবে জিনপিং?


Koushik Dutta

সম্পর্কিত খবর