‘চীনকে উচিত শিক্ষা দেওয়া উচিত’, ভারতের স্বার্থে বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা বিশ্বের উপর চীনের (China) আধিপত্য বিস্তার নিয়ে আশঙ্কায় রয়েছে বহু দেশ। যেভাবে নিজেদের থেকে ছোট এবং অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে চীন, তা অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এশিয়ার দেশগুলির মধ্যে চীনের বিরুদ্ধে একমাত্র লড়াই করে চলেছে ভারত (India)। কূটনৈতিক এবং সামরিক দিক থেকে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে চলেছে দিল্লি আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের একপ্রকার পাশে দাঁড়ালো আমেরিকা (America)। এদিন একটি বড় ঘোষণা করেছে তারা, যা ভবিষ্যতে চীনের বিরুদ্ধে ভারতকে সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছে দেবে বলে মত বিশেষজ্ঞদের।

সম্প্রতি, মার্কিন প্রতিনিধি পরিষদ ভারতের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন সংশোধনের প্রস্তাবটিকে অনুমোদন করেছে। এর ফলে ভবিষ্যতে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার প্রসঙ্গে ভারতের আর কোনও বাধা থাকবে না। অতীতে একাধিকবার রাশিয়ার থেকে অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র কেনার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে তা আর থাকবে না বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনার পেছনে আমেরিকান সাংসদ রো খান্নার হাত রয়েছে বলে খবর সামনে উঠে আসছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে খান্না বলেন, “চীন যেভাবে গোটা বিশ্বের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারত আর আমাদের ভারতের পাশে দাঁড়ানো উচিত। আমেরিকা এবং ভারতের মধ্যে যদি দৃঢ় সম্পর্ক গড়ে উঠতে পারে, তাহলে তা সবচেয়ে ভালো হবে।”

সূত্রের খবর, আমেরিকা তাদের শত্রু দেশগুলির থেকে অস্ত্র ক্রয়ের ব্যাপারে বেশ কয়েকটি কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলে। এক্ষেত্রে বর্তমানে রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মত দেশগুলি থেকে অস্ত্র আদান প্রদান করায় CAATSA আইনের অধীনে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি আমেরিকার সংসদে একটি প্রস্তাব পাস করা হয়েছে, যেখানে ভারতের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকলো না। এই প্রসঙ্গে খান্না বলেন, “প্রতিরক্ষার প্রয়োজনে ভারত যেকোনও দেশের থেকে অস্ত্র কিনতে পারে। রাশিয়ার কাছ থেকেও অস্ত্র কেনাতে আর কোন নিষেধাজ্ঞা থাকা উচিত নয়।”

Ro khanna

ফলে আমেরিকার এই সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে সুদৃঢ় সম্পর্ক তৈরি করার পাশাপাশি চীনকে কোণঠাসা করল বলেই মত সকলের।

Sayan Das

সম্পর্কিত খবর