সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষে আমেরিকা, ৯ নম্বরে পাকিস্তান! ভারতের স্থান জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার লক্ষ্যে বিশেষ নজর দিচ্ছে প্রায় প্রতিটি দেশ। এমতাবস্থায়, এবার একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে এসেছে। মূলত, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের কোন দেশটি সবথেকে শক্তিশালী সেই পরিসংখ্যান এবার প্রকাশিত হয়েছে। পাশাপাশি, ওই তালিকায় ভারতের অবস্থান সম্পর্কেও জানা গিয়েছে। মূলত, আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত “গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স” (Global Firepower Index) বা GFP তালিকায় এই বিষয়টি উপস্থাপিত হয়েছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তকমা রয়েছে আমেরিকার কাছে। পাশাপাশি, ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এদিকে, সামরিক শক্তির বিচারে পড়শি দেশ চিন রয়েছে তৃতীয় স্থানে।

America tops the world in military power, where is India

ভারত রয়েছে কত নম্বর স্থানে: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, ভারত কত নম্বর স্থানে রয়েছে? সামনে এসেছে সেই উত্তরও। ওই তালিকায় বিশ্বের মোট ১৪৫ টি দেশে মধ্যে ভারত রয়েছে চতুর্থ স্থানে। উল্লেখ্য যে, বছর দু’য়েক আগে সামরিক বিষয়ক ওয়েবসাইট “মিলিটারি ডিরেক্ট” দ্বারা প্রকাশিত “আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স” জানিয়েছিল যে, আমেরিকাকে হারিয়ে বিশ্বে সবথেকে শক্তিধর হয়ে উঠেছে চিন। তবে, সেই সূচকেও ভারত ছিল চতুর্থ স্থানেই।

আরও পড়ুন: LIC ঝড়ে উড়ল SBI! শেয়ার বাজারে সবথেকে মূল্যবান সরকারি কোম্পানি হয়ে নজির জীবন বীমা নিগমের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স”-এর এই সাম্প্রতিক পরিসংখ্যান সেনার সংখ্যা থেকে শুরু করে সামরিক অস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণগত উৎকর্ষ সহ সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান ও সংশ্লিষ্ট দেশের আর্থিক পরিস্থিতির বিবেচনা করে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ২০২৪ সালে ৬০টি নতুন বন্দে ভারত পাচ্ছে দেশ! বাংলায় কটা? বড় তথ্য জানিয়ে দিল রেল

রয়েছে এই দেশগুলিও: এদিকে, “গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স” অনুযায়ী এই তালিকায় প্রথম দশে থাকা বাকি দেশগুলি হল যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইটালি। অর্থাৎ, ভারতের আরেক পড়শি দেশ পাকিস্তান রয়েছে নবম স্থানে। তবে, একটি উল্লেখযোগ্য বিষয় হল, পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স কিন্তু এই তালিকায় প্রথম দশের মধ্যে নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর