ভারতের সাথে হাত মিলিয়ে করোনা বিরুদ্ধে লড়তে চায় আমেরিকা, চলছে জোর প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী করোনাভাইরাসের (Coronavairas) প্রসঙ্গে আমেরিকার (America) বিদেশমন্ত্রী মাইক পস্ফিও (Mike Pospio) ফোনের মাধ্যমে ভারতের (India) বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের (S. Jayashankar) সঙ্গে কথা বলেন। করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার বিষয়ে দুজনের মধ্যে সুরক্ষামূলক বাক্যালাপ হয়। এখনও অবধি বিশ্বের ১৩৮ টি দেশ এই রোগে আক্রান্ত হয়েছে, যা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

modi and tramp

এই রোগের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ একজোট হয়ে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলছে। এই প্রসঙ্গে আমেরিকার বিদেশ বিভাগের প্রবক্তা মর্গান অর্টাগাস বলেন, ‘আমেরিকা এবং ভারত এই দুই দেশের মন্ত্রীবর্গ এই রোগ প্রতিরোধের ব্যাপারে গত ১৪ ই মার্চ আলোচনা করেন। আমেরিকার বিদেশমন্ত্রী মাইক পম্ফিও এবং ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এই বিষয়ে আলোচনা করেন। এই রোগের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে এই দুই দেশ’।

এই আলোচনা প্রসঙ্গে আমেরিকার বিদেশমন্ত্রী মাইক পম্ফিও তক ট্যুইট করে বলেন, ‘ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে করোনা (COVID-19) বিষয়ে আমাদের আলোচনা হয়েছে’। আমেরিকাতেও করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার। অপরদিকে ভারতে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। যার মধ্যে বেশ কিছু বিদেশি নাগরিকও রয়েছেন।

ভারত সরকার করোনাভাইরাস বিষয়ে পুরোপুরিভাবে সতর্ক মূলক বার্তা দিচ্ছনে। এই সময় SAARC অন্তর্ভুক্ত দেশগুলো একত্রিত হয়ে এক বৃহৎ আকারের ফান্ডের ব্যবস্থা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) সেই ফান্ডে ভারতের পক্ষ থেকে ১০ মিলিয়ন ডলার দেওয়ার হবে বলে ঘোষণা করেন। এবং সকল দেশবাসীকে সুরক্ষিত থাকতেই বলেছেন। অযথা আতঙ্কিত হতেও বারণ করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর