বাংলাহান্ট ডেস্ক: দুজন মুসলিম যাত্রী বিমানে ওঠায় বিমান বাতিল করল মার্কিন বিমান সংস্থা। বিমানে ওঠার কিছুক্ষণ পর বিমান বাতিল করে দেওয়া হয় এবং বলা হয় তারা মুসলিম হওয়ার বিমানের বাকি যাত্রা নিরাপদ বোধ করছেন না। এবং শেষ পর্যন্ত তাদের বিমান থেকে নামিয়ে রীতিমতো হেনস্থা করা হয়।
গতকাল যুক্তরাষ্ট্রে ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ অনুষ্ঠানে ইসাম আব্দুল্লাহ ও আবদুর রউফ অভিযোগ করেন গত ১৪ই সেপ্টেম্বর আলবামা অঙ্গরাজ্যের বাকিংহাম থেকে টেক্সাসের ডালাসের উদ্দেশ্যে মার্কিন এয়ারলাইন্সে তারা যাত্রা করেছিলেন। এর কিছুক্ষণ পর ঘোষণা করা হয় বিমানটি দেরিতে ছাড়বে। বেশ কিছুক্ষণ পর আবারও ঘোষণা করা হয় নিরাপত্তার কারণে বিমানটি কে বাতিল করা হয়েছে।
এরপরে দুজন এফবিআই এজেন্ট তাদের নাম পরিচয় ও তাদের পেশা কি জানতে চাই। এবং তাদের জানানো হয় যে তাদের আবার তল্লাশি করা হবে। এসবের কারণ জিজ্ঞেস করলে তাদের জানানো হয় যে সহযাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
বুধবার যুক্তরাষ্ট্রে ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ অনুষ্ঠানে আবদুল্লাহ বলেন, এটি আমার জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি। আমার ধর্মের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।’ তিনি গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।’
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়ন- মনি, হিন্দু তাহার প্রাণ।।” কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি ধর্মের প্রতি বৈষম্য। একদল লোকজন সমাজে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করেছে। শুধুমাত্র এই ধর্মীয় বিদ্বেষের যেটা যেখানে সেখানে হেনস্থা করা হচ্ছে লোকজনকে। শুধুমাত্র ধর্মীয় বিদেশের জেরে মানুষকে স্বাধীন ভাবে চলাফেরা করতে বাধা দেওয়া হচ্ছে।