বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) সহাওতায় শুরু হতে চলেছে রাম মন্দির নির্মান কার্য। দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এই কাজে আমেরিকায় (America) অবস্থিত ভারতীয় নাগরিকরাও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। তারাও চাইছে দেশের কাছে অংশগ্রহণ করতে।
অনাবাসি ভারতীয়দের দান
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ভারতীয় নাগরিক। দেশের যেকোন বিপদে আপদে সর্বদা তারা ঝাঁপিয়ে পড়ে।তেমনই দেশের কোন শুভ কাজেই তারা এগিয়ে দেয় সাহায্যের হাত। এবারেও তাই করল অনাবাসি ভারতীয়রা। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা অযোধ্যার রাম মন্দির নির্মানের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিতে ইচ্ছা প্রকাশ করেছে।
অংশ হতে চায় রাম মন্দির নির্মানের
আমেরিকান সংস্থা জয়পুর ফুট ইউএসএর প্রেসিডেন্ট তথা মার্কিন কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রেমের ভান্ডারী জানিয়েছেন, ‘বিশ্বে প্রায় ৩.২ কোটি অনাবাসি ভারতীয় (NRI) এবং ভারতীয় বংশোদ্ভূত (PRI) রয়েছেন, যারা এই রাম মন্দির নির্মানের অংশ হতে চায়। প্রধানমন্ত্রী মোদীর কাছে তিনি আবেদন জানিয়েছেন, যাতে অনাবাসি ভারতীয়দের এই মন্দির নির্মানে ১০ থেকে ১০০ ডলারের মধ্যে দান গ্রহণ করা হয়। তাঁদের এই দান যাতে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে পৌঁছে দেওয়া হয়।
আগামী ৫ ই অগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এইদিন শুভ কাজের জন্য সময়সীমা রয়েছে মাত্র ৩২ সেকেন্ড। এই অনুষ্ঠানে দেশের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।