বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অঙ্গ প্রতিস্থাপন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তা ব্যার্থ হলে যে কি হতে পারে তার প্রমাণ পাওয়া গেল আমেরিকার (America) এক ঘটনা থেকে। আজ আমরা যে ঘটনা সম্বন্ধে জানাতে চলেছি সেই দুই মাস আগের। আমেরিকার নিউইয়র্কে ৬২ বছর বয়সী রিচার্ড স্লেম্যানের কিডনি প্রতিস্থাপিত হয়। বড় খবর এটা যে, শূকরের কিডনি দিয়ে প্রতিস্থাপিত করা হয়।
সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অস্ত্রোপচারের দুই মাস পর তিনি মারা যান। রিচার্ড দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। মার্চ মাস নাগাদ তার অস্ত্রোপচার করা হয় ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে। এরপর চিকিৎসকরা যখন তার কিডনি প্রতিস্থাপন করে সেটি চিকিৎসা জগতে বেশ বড় অর্জন হিসেবে পরিগণিত হয়।
কিডনি প্রতিস্থাপনের পুরো বিষয়টিকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন। এই প্রক্রিয়াতে মানুষ বাদে অন্য জীবের থেকে অঙ্গ নেওয়া হয় এবং শরীরে বসানো হয়। কিডনির ঘাটতি মেটাতে এটি ভালো পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, রিচার্ড মারা যাওয়ার পর চিকিৎসকরা বলেন যে, কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যু হয়নি। চিকিৎসকরা নতুন জীবন দিলেও লাভ হলনা।
আরও পড়ুন:উত্তপ্ত ঘাটাল! চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, কাঠগড়ায় দেবের সাংসদ প্রতিনিধি
রিচার্ডের পরিবার চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। এখানে জানিয়ে রাখি যে, কিডনি প্রতিস্থাপনের আগে শূকরের মধ্যে অনেকখানি পরিবর্তন করা হয়। সেখানে প্রথমেই শুকরের ক্ষতিকারক জিন দুর করা হয়। এরপর মানুষের জিন মিশিয়ে দেওয়া হয় যাতে মানুষের শরীর সেটিকে। গ্রহণ করতে পারে। রিচার্ডের মৃত্যুর ফলে যে হাসপাতালে তার প্রতিস্থাপন হয় সেই হাসপাতাল শোক জ্ঞাপন করে। এছাড়া জেনোট্রান্সপ্লান্টেশনের জগতে তার অবদানের জন্যও তাকে ধন্যবাদ জানান অনেকে।