বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা (corona) ভাইরাস । একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার সঙ্গে লড়াই করে চলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
প্রথম দফায় ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩রা মে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। শুধু চালু রয়েছে জরুরি পরিষেবা। ছুটি নেই চিকিৎসকদের (doctor)। উদয়াস্ত খেটে চলেছেন তাঁরা করোনা আক্রান্তদের সেবায়।
এই অবস্থায় সারা বিশ্বে বিভিন্ন দেশে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি। সম্মান জানানো হচ্ছে এই প্রথম সারির করোনা যোদ্ধাদের। ইতিমধ্যেই বহু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ওপর পুস্পবৃষ্টি হচ্ছে বা তারা গানের মাধ্যমে বার্তা দিচ্ছেন করোনাকে হারাবার।
এবার ভাইরাল হয়েছে আমেরিকার একটি ভিডিও যেখানে এক ভারতীয় চিকিৎসককে সম্মান জানানোর এক অভিনব পন্থা প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে আমেরিকায় কর্মরত ওই ভারতীয় চিকিৎসকের নাম উমা মধুসূদন। সে দেশে করোনা মোকাবিলায় লড়ছেন তিনিও। তাই তাঁর এই কাজের জন্য সম্মান জানিয়েছে সাধারন মানুষ।
ভিডিওতে দেখা গিয়েছে, উমা দাঁড়িয়ে রয়েছেন তাঁর বাড়ির সামনে ও সার দিয়ে গাড়ি এসে ধন্যবাদ জানিয়ে যাচ্ছে তাঁকে। গাড়ির মধ্যে থেকে দেখা যাচ্ছে ধন্যবাদ লেখা প্ল্যাকার্ড। হাত নেড়ে সম্মান গ্রহণ করছেন উমাও।
এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইট করে শেয়ার করেছেন ভিডিওটি। ক্যাপশনে লিখেছেন, করোনা মোকাবিলায় নিঃস্বার্থ অবদানের জন্য আমেরিকায় সম্মানিত হলেন ভারতীয় চিকিৎসক উমা মধুসূদন।
Dr Uma Madhusudan, an Indian doctor, was saluted in a unique way in front of her house in USA in recognition of her selfless service treating Covid patients pic.twitter.com/Hg62FSwzsP
— Harsh Goenka (@hvgoenka) April 20, 2020
জানা গিয়েছে, মহীশূরের জিএসএস মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেন উমা। এখন আমেরিকার সাউথ উইন্ডসর হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি।