বাংলাহান্ট ডেস্কঃ করোনার আতঙ্কের মাঝেই আছড়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগ আমফান (Amphan)। গোটা বাংলাকে (West bengal) নিমেষের মধ্যে তছনছ করে দিয়েছিল এই ঘূর্ণিঝড়। কয়েক ঘণ্টার তণ্ডবেই ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভেঙ্গে পড়েছে বহু মানুষের ঘরবাড়ি, জলের তলায় রয়েছে চাষের জমি। প্রকৃতির এই লীলা খেলায় সরকারের দ্বারস্ত হয় সাধারণ মানুষ।
মেলেনি কোন ক্ষতিপূরণ, অভিযোগ
আমফানের পরবর্তীতে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু সরকার আশ্বাস দিলেও, এখনও তাঁদের কাছে কোন রকম সাহায্য আসেনি বলে অভিযোগ করেছে দক্ষিণ ২৪ পরগণার সাগর থানার ধসপাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আমফানের পরবর্তী ১ মাস কেটে গেলেও মেলেনি কোন ক্ষতিপূরণ। সরকাররে পাশে দাঁড়াবে বলেও, বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত।
চড়াও হয় পঞ্চায়েত অফিসে
উত্তেজিত জনতা এই অভিযোগে সোমবার চড়াও হয় পঞ্চায়েত অফিসে। তাঁদের দাবী আমফানের পরে এক মাস হয়ে গেলেও সরকাররে কাছ থেকে তারা কোনোরকম ক্ষতিপূরণ পায়নি। তাঁদের এই দুর্দিনে সরকার তাঁদের পাশে দাঁড়ায়নি। সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়।
ভাঙচুর চালায় পঞ্চায়েত প্রধানের বাড়িতেও
বাসিন্দারা তাঁদের অভিযোগ জানিয়ে ঘেরাও করে স্থানীয় পঞ্চায়েতের অফিস। এমনকি অফিসে ভাঙচুরও চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। কিন্তু তাতেও বিন্দুমাত্র দমানো যায়নি বাসিন্দাদের। শেষ পর্যন্ত তারা পঞ্চায়েত প্রধান পশুপতি আড়ির বারিতেও ভাঙচুর চালায় বলে খবর পাওয়া গেছে। তাঁদের দাবী আমফানের ক্ষতিপূরণ দিতেই হবে।