২১রনকৌশল ঠিক করতে বৈঠক অমিতের বাড়িতে দিলীপ,মুকুল,বাংলায় দূর্গাপুজোতে উদ্বোধন আছে অমিত সাহ

Published On:

বাংলাহান্ট-আজ দিল্লীতে অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক হয়। মহালয়াতে রাজ্যের যেতে পারেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা বলে সূত্রের খবর। দুর্গাপুজোর প্রাক্কালে রাজ্যে সভাপতি অমিত শাহ কে আসার প্রস্তাব দিলের দিলীপ ঘোষ।

সূত্রের খবর বাংলায় আসতে রাজি হয়েছেন অমিত সাহ। বেশ কয়েকটি দুর্গা পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। কর্মসূচি চূড়ান্ত করে রাজ্য বিজেপি কে জানাতে নির্দেশ দেওয়া হয়ছে। যেভাবে ৮০ জনের মতোন বিজেপি কর্মী মারা গেছে তার জন্য

দিলীপ ঘোষ অমিত সাহের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে এবং উপযুক্ত যাতে ব্যবস্থা নিতে বলেছেন। এবং আগামী ২০২১শে বিধানসভার রনকৌশল ঠিক করা হয়েছে।

X