DA অতীত! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও বড় সুখবর, এবার হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচন শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা হয়েছিল। ৪% বাড়ানোর পর বর্তমানে ৫০% হারে DA পাচ্ছেন তাঁরা। মাস খানেক ধরে তা আরও বাড়ানো হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এর মাঝেই সামনে এল একটি বড় আপডেট! কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন বৃদ্ধি নিয়ে সুখবর মিলতে চলেছে বলে খবর।

৩০০ পার না করতে পারলেও এবারের ভোটেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA। শরিক দলগুলির সমর্থনে ফের একবার প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী রবিবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন তিনি। বৃহস্পতিবারই এই ঘোষণা করেছেন বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

এই খবরে NDA শিবিরের শরিক দলগুলির অন্দরে যেমন খুশির হাওয়া বইতে শুরু করেছে, তেমনই সরকারি কর্মীদের জন্যেও আনন্দ নিয়ে আসতে পারে। কারণ জানা যাচ্ছে, নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করার পরেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একটি বড় ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুনঃ ভোটের ভবিষ্যদ্বাণী না মিলতেই ‘চরম ঘোষণা’! প্রশান্ত কিশোর যা বললেন … তোলপাড় দেশ!

নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করার পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা DA বাড়ানো নিয়ে ঘোষণা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেই সঙ্গেই সূত্রের খবর, এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়েও বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই এই জল্পনা যদি সত্যি হয় তাহলে মুখে হাসি ফুটবে অগুনতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

এই মুহূর্তে এই নিয়ে জোর জল্পনা চললেও, অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে যেহেতু ৫০% হাতে DA পাচ্ছেন, তাই এবার ফের ০ থেকে নতুন করে গণনা শুরু হতে পারে। অর্থাৎ যদি ৪% মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে এবার ৪% হারে DA পেতেপারেন তাঁরা।

Central Government employees Dearness Allowance DA hike latest update

সপ্তম বেতন কমিশনের নিয়ম বলছে, বছরে দু’বার DA বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়। আগামী জুলাই মাসে ফের হয়তো মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা করা হতে পারে। অন্যদিকে অষ্টম বেতন কমিশন নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হলেও তা আগামী বছর থেকে কার্যকর হতে পারে বলে অনুমান।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর