বাংলা হান্ট ডেস্কঃ চরমে উঠেছে ভারত-পাক (India-Pakistan) উত্তেজনা। অপারেশন সিঁদুরের পর থেকে বেশ চাপেই রয়েছে পড়শি দেশ। বৃহস্পতিবার রাতে আবার স্থল, জল ও বায়ুপথে একযোগে হামলা চালায় ভারত। এই আবহে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সংসদে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন পাকিস্তানের প্রাক্তন সেনা অফিসার তথা সাংসদ তাহির ইকবাল (Tahir Iqbal)।
ভারত-পাক (India-Pakistan) উত্তেজনার আবহে কেঁদে ফেললেন পাক সাংসদ!
মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পহেলগাঁও কাণ্ডের জবাব দিয়েছে ভারত। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতেই পাল্টা প্রত্যাঘাত শুরু করে পাকিস্তান। ভারতের একাধিক সীমান্তবর্তী রাজ্যে হামলা চালানোর চেষ্টা করা হয়। সেই চেষ্টা ব্যর্থ করে পাল্টা হামলার পথে হাঁটে ভারত। বর্তমানে যা পরিস্থিতি, তাতে পাকিস্তান বেশ চাপেই রয়েছে। ভারতীয় সেনার দাপটে কার্যত নাস্তানাবুদ সেই দেশ।
Former Pakistani Army Officer, Major Tahir Iqbal and now a member of Pakistani Parliament broke down in National Assembly of Pakistan.
He said – We are weak, we are sinners… please Allah save us. pic.twitter.com/4X8qNW2AOB
— Incognito (@Incognito_qfs) May 8, 2025
দুই পড়শি দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই কেঁদে ফেললেন পাকিস্তানের সাংসদ (Pakistani MP) তাহির। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। তাহিরকে বলতে শোনা যায়, ‘আমি প্রার্থনা করি, আল্লাহ পাকিস্তানিদের রক্ষা করুন’।
আরও পড়ুনঃ ভারত-পাক উত্তেজনার আবহে ছেয়ে গিয়েছে ভুয়ো ভিডিও! কোনগুলি ফেক? চিনিয়ে দিল PIB
উল্লেখ্য, গত এপ্রিল মাসে হওয়া পহেলগাঁও জঙ্গি হামলায় আগেই পাক যোগ সামনে এসেছিল। অপরাধীদের রেহাই নেই, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।
এই সামরিক অভিযানে পাকিস্তানের কোনও সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি। কিন্তু পাল্টা পাকিস্তানের তরফ থেকে নিরীহ ভারতীয়দের ওপর হামলা শুরু হয় (India-Pakistan)। সেই সঙ্গেই ভারতের নানান সীমান্তবর্তী রাজ্যে ড্রোন হামলা, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও করে তারা। প্রত্যেকটি হামলার কড়া জবাব দিয়েছে ভারত। বৃহস্পতিবার রাতে একসঙ্গে ‘অ্যাকশনে’ নামে স্থল, বায়ু ও নৌ বাহিনী। ‘ত্রিফলা’ আক্রমণের জেরে পাকিস্তানের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। ভারতের ওপর হামলা করতে গিয়ে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।