বাংলা হান্ট ডেস্কঃ ভারত-পাক (India-Pakistan) উত্তেজনার আবহে সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে নানান ভুয়ো ভিডিও, খবর। হু হু করে ভাইরাল হচ্ছে বহু পোস্ট। নিজের অজান্তেই ফেক ছবি, ভিডিও কিংবা খবর শেয়ার করে ফেলছেন অনেকে। এই আবহে বড় পদক্ষেপ নিল কেন্দ্র (Central Government)। এবার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করল তথ্য-প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology)।
ভারত-পাক (India-Pakistan) উত্তেজনার আবহে বড় পদক্ষেপ কেন্দ্রের!
শুক্রবার ভারতের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ভারত-পাক সংঘাতের আবহে এদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা কী কী করবেন আর কী কী করবেন না, সেই বিষয়ে সেখানে স্পষ্ট জানানো হয়েছে। দায়িত্বশীল অনলাইন আচরণ মেনে চলা ও ইন্টারনেট ইউজারদের ভুয়ো তথ্যের শিকার হওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
Critical Online Safety Alert always follow cybersecurity precautions. Stay cautious while online—don’t fall for traps or misinformation. Be patriotic, stay vigilant, stay safe.#Digitalindia #OperationSindoor pic.twitter.com/IIRKGzsh27
— Ministry of Electronics & IT (@GoI_MeitY) May 9, 2025
তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কথায়, ’গুরুত্বপূর্ণ অনলাইন নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে। অনলাইন থাকার সময় সতর্ক থাকুন। ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। কোনও রকম ফাঁদে পা দেবেন না, ভুয়ো তথ্যের শিকার হবে না। দেশপ্রেমী থাকুন, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন’।
আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’এর পাল্টা ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ ঘোষণা পাকিস্তানের! নামের অর্থ কী?
এই পোস্টেই সাইবার নিরাপত্তার আগাম সতর্কতা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে। এই উত্তেজনার আবহে ইন্টারনেট ইউজারদের কী কী করণীয় আর কী কী করণীয় নয়, সেই বিষয়ে এখানে জানানো হয়েছে।
তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, অফিশিয়াল নির্দেশিকা, উদ্ধার বা ত্রাণ বিষয়ক আপডেট, হেল্পলাইন নম্বর বিষয়ক আপডেট শেয়ার করা যাবে, ফেক নিউজ সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে এবং অফিশিয়াল সোর্স থেকে ফ্যাক্ট চেক খবর শেয়ার করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ভুয়ো খবর রিপোর্ট করার জন্য হোয়্যাটসঅ্যাপ নম্বর ও ইমেল আইডিও দেওয়া হয়েছে।
এর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা কী কী কাজ করবেন না সেটাও জানিয়েছে কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কোনও রকম কার্যক্রম শেয়ার করা যাবে না, যাচাই না করে কোনও রকম তথ্য শেয়ার করা যাবে না, হিংসা অথবা সাম্প্রদায়িক হানাহানি উস্কে দিতে পারে এই ধরণের কোনও পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। সেই সঙ্গেই ওটিটি প্ল্যাটফর্মগুলির উদ্দেশেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। বলা হয়েছে, জাতীয় সুরক্ষার খাতিরে সকল ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত অথবা সেদেশে নির্মিত সকল গান, সিনেমা, ওয়েব সিরিজ, পডকাস্ট সরিয়ে দিতে হবে।
উল্লেখ্য, প্রযুক্তি নির্ভর এই যুগে মাঝেমধ্যেই সমাজমাধ্যমে নানান ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। ভারত-পাক (India-Pakistan) উত্তেজনার আবহেও প্রচুর ফেক ভিডিও, ছবি, সংবাদ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এই আবহে এদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হল। কী কী করা যাবে আর কী কী করা যাবে না, জানিয়ে দিল তথ্য প্রযুক্তি মন্ত্রক।