কাশ্মীরে খতম ৩ জঙ্গি! উপত্যকায় গুলির লড়াই, বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে শতাধিক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। এরপর হু হু করে বাড়তে থাকে ভারত-পাকিস্তানের (India Pakistan Tension) মধ্যেকার উত্তেজনা। শনিবার থেকে সংঘর্ষ বিরতির জেরে আক্রমণ, পাল্টা আক্রমণের ঝাঁঝ অনেকটা কমেছে। এর মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে তিন জঙ্গিকে খতম করল তারা।

ভারত-পাক উত্তেজনার (India Pakistan Tension) আবহেই তিন জঙ্গি নিকেশ!

জানা যাচ্ছে, এদিন সকালে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা খবর পান, কাশ্মীরের ওই নির্দিষ্ট অঞ্চলে কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরেই সেখানে হানা দেন তাঁরা। জম্মু-কাশ্মীরের কুলগাঁও থেকে শুরু হয়েছিল অভিযান, পরবর্তীতে তা সোপিয়ানের দিকে সরে আসে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে অভিযান চলার পর সাফল্য পায় নিরাপত্তা বাহিনী।

সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপত্যকার ওই অঞ্চলে ৩-৪ জন জঙ্গির (Terrorist) লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। তাদের খোঁজে হানা দিতেই শুরু হয় গুলির লড়াই।

আরও পড়ুনঃ বছর ঘুরলেই বিধানসভা ভোট! এবার তৃণমূলে হবে রদবদল! কবে থেকে শুরু হতে পারে?

আধিকারিক সূত্রে পিটিআই জানাচ্ছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে শুকরু কেল্লার অঞ্চলে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েছিলেন জওয়ানেরা। প্রাথমিকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তবে জঙ্গিরা গুলি চালাতেই পাল্টা আক্রমণ করেন জওয়ানেরা। এই গুলির লড়াইয়ে তিন জন জঙ্গির প্রাণ গিয়েছে বলে খবর।

Amid India Pakistan tension security forces kills three terrorists

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসদমনে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। তার পাল্টা দুই দেশের মধ্যে আক্রমণ-প্রতি আক্রমণ হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত। এর মধ্যেই কাশ্মীরে তিন জঙ্গিকে শেষ করল নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা।

অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজ এখনও চলছে। শতাধিক জঙ্গি নিকেশ করার পরেও চুপ করে নেই ভারতীয় সেনা (India Pakistan Tension)। কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চলছে। এর মধ্যেই সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জওয়ানদের গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X