আটার ব‍্যাগে টাকা লুকিয়ে অসহায়দের সাহায‍্য করছেন আমির? খোলসা করলেন নিজেই

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের দুই খানই এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায়। সরকারের করোনা (corona) মোকাবিলায় তৈরি ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়া থেকে শুরু করে অসহায়দের মানুষদের পাশে দাঁড়ানো, সব দিকেই সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ, সলমনরা। তালিকায় রয়েছেন হৃতিক রোশন, বরুণ ধাওয়ান, রকুল প্রীত সিং সহ অন‍্যান‍্য তারকারাও।
এমতাবস্থায় বলিউডের তৃতীয় খান অর্থাৎ আমির (aamir khan) কি করছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তখনই একটি খবর খুব ভাইরাল হয় যেখানে শোনা যায় আটার ব‍্যাগে টাকা ভরে গরীব পরিবারের সহায়তা করছেন তিনি। দাঁড়িয়েছেন দিল্লির কিছু অসহায় পরিবারের পাশে।

images 84 1
এই খবর প্রকাশ‍্যে আসতেই রাতারাতি সংবাদ শিরোনামে উঠে আসেন আমির। তাঁর ভক্তরা বলতে থাকেন, অন‍্য তারকাদের মতো সাহায‍্য করে প্রচার করেন না তিনি। এমনকি এই মহান কাজ করেও অভিনেতা প্রচার করেননি।
অবশেষে মুখ খুললেন আমির। তিনি সাফ জানালেন এই খবর মিথ‍্যে। এমন কোনও কাজই করেননি তিনি। নিজের টুইটার হ‍্যান্ডেলে আমির লেখেন, ‘আটার ব‍্যাগের মধ‍্যে টাকা আমি রাখিনি। হয় এটা সম্পূর্ণ রূপে ভুয়ো খবর নয়তো রবিন হুড নিজের পরিচয় প্রকাশ করতে চান না। সবাই সুস্থ থাকবেন।’

https://twitter.com/aamir_khan/status/1257165603678240768?s=19

বলা বাহুল‍্য টুইটটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ৬০০০  বার রিটুইট হয়েছে। তবে এই বিষয়ে আমির মুখ খুললেও আসলে কে আটার ব‍্যাগে টাকা লুকিয়ে দুঃস্থদের দান করছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।

https://www.instagram.com/p/B_pP09oA3ZX/?igshid=vw8eyfpjb3m

প্রসঙ্গত, অন‍্যান‍্য তারকাদের মতো আমির খানও এই  লকডাউনে রয়েছেন গৃহবন্দি। স্ত্রী কিরন রাও ও ছেলে আজাদের সঙ্গে দিব‍্যি সময় কেটে যাচ্ছে তাঁর। সম্প্রতি আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা খান একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা গিয়েছে আমির, কিরন, ইরা একসঙ্গে বসে জ‍্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ওয়েব সিরিজ মিসেস সিরিয়াল কিলার দেখছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর