‘আমি আপ্ত সহায়ক নই…’, তাহলে কে এই অমিত? সিজিও চত্বরে বড় বোমা ফাটালেন জ্যোতিপ্রিয়র PA

বাংলা হান্ট ডেস্কঃ লাইমলাইটে রেশন বন্টন দুর্নীতি (Ration Scam)! রেশন দুর্নীতি কাণ্ডে সদ্য গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তারপর থেকেই ইডির নজরে মন্ত্রী ঘনিষ্ঠরা। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর পরিবারের সদস্যদের পাশাপাশি তার আপ্ত সহায়ক হিসেবে পরিচিত অমিত দে কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি।

তদন্তকারী সংস্থার নির্দেশ মতো সোমবার সল্টেলেকের সিজিওতে যান অমিত দে (Amit Dey)। তবে এদিন ইডি দফতর থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর দাবি করলেন অমিতবাবু। তিনি বলেন তিনি কখনই মন্ত্রীর আপ্তসহায়ক (PA) ছিলেন না। ধৃত মন্ত্রীর আপ্ত সহায়ক নন বলেই দাবি করেন তিনি।

ঠিক কী বললেন অমিতবাবু? তিনি বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে আমি ওনার আপ্ত সহায়ক। তবে এটা সম্পূর্ণ ভুল। জ্যোতিপ্রিয় বাবু আর আমি একই পাড়াতে বড় হয়েছি। পরে তৃণমূল সরকার এলে উঁনি যখন ক্ষমতা পান তখন আমি ওঁর অফিসের কর্মী হিসেবে কাজে যোগ দিই। আমি ওনার অফিসের কর্মী ছিলাম। আমি পিএ ছিলাম না। পিএ ছিলেন অভিজিৎ দাস।’

আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৫ জেলা, কাল কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

তিনি আরও বলেন, ‘জ্যোতিপ্রিয় বাবুকে আমি ৩০-৩২ বছর ধরে চিনি। আমার সঙ্গে ওনার দাদা-ভাইয়ের মতো। উনি বিধায়ক হওয়ার আগেও আমি ওনার সাথে থাকতাম। রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠানে যেতাম। ওনার সাথে বহুদিন থাকতাম বলে আমাকে ডাকা হয়েছিল।’

jyotipriya ed

অমিতবাবু জানান, ‘ আমাকে আর পরবর্তীতে ডাকা হয়নি। কোনও নথি নিয়েও আসতে বলা হয়নি। ‘ পাশাপাশি বাকিবুরকে চেনেন কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের খবর থেকেই আমি বাকিবুরের সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ শুনেছি সেইসবের সত্য কিনা তা আমি জানি না। ‘

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর