‘এখনকার প্রজন্ম আমার গান পছন্দ করে না’, ছবিতে গান না গাওয়া নিয়ে ফের বিষ্ফোরক অমিত কুমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিংবদন্তী কিশোর কুমারের ছেলে হয়েও বলিউডের প্লেব‍্যাক দুনিয়া থেকে দূরে থাকেন অমিত কুমার (amit kumar)। বাংলা, হিন্দি রিয়েলিটি শোতে অবশ‍্য মাঝে মাঝেই দেখা পাওয়া যায় তাঁর। এই যেমন ‘সুপার সিঙ্গার থ্রি’তে কিশোর কুমার স্পেশ‍্যাল এপিসোডের জন‍্য কলকাতা চলে এলেন অমিত। আর এসেই আরেক বার বোমা ফাটালেন।

কলকাতাগামী বিমান বসে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অমিত কুমার। সেই ছবিতেই এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, এখনকার ছবিতে গান গাইতে দেখা যায় না কেন তাঁকে। উত্তরে কিশোর-পুত্র লিখেছেন, ‘কারণ আমি ছবিতে গান গাইতে চাই না। এখনকার প্রজন্ম আমার গলা পছন্দ করে না। ওরা ভাবে আমি অপ্রত‍্যাশিত ভাবেই সাফল‍্য পেয়ে গিয়েছি।’


কিশোর কুমার পুত্র হওয়ার পাশাপাশি নিজের কণ্ঠ দিয়েও পরিচিতি বানিয়েছেন অমিত কুমার। মূলত নিজের সিঙ্গল অ্যালবামই বের করেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অমিত কুমারের নতুন গান ‘জিন্দা হু ম‍্যায়’। কিন্তু কিংবদন্তি বাবার সঙ্গে ছেলেরও তুলনা চলতেই থাকে। তাই কমেন্টে এভাবেই মনের ক্ষোভ উগরে দিয়েছেন অমিত কুমার।

এর আগেও জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো ইনৃডিয়ান আইডল নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন অমিত কুমার। তিনি বলেছিলেন, সবই পূর্বপরিকল্পিত ছিল। শো শুরুর তাঁকে ভাল মন্দ নির্বিশেষে সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল।


অমিত কুমার বলেছিলেন, টাকার প্রয়োজন সবারই আছে। আর টাকার বিনিময়েই ওই শো তে অতিথি বিচারক হিসাবে যেতে রাজি হয়েছিলেন তিনি। তাঁকে যেমনটা বলা হয়েছিল তেমনটাই করেছিলেন তিনি। প্রশংসা সবারই করেছিলেন কিন্তু কয়েক জনের গান শুনে তাঁর ইচ্ছা করছিল শো মাঝপথেই বন্ধ করে দিতে।‌‌

X