বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে হামেশাই সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সরকারি প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ আটকে রাখার অভিযোগ এনে আক্রমণ শানাতে ছাড়েন না রাজ্যের শাসক দলের অন্যান্য নেতা-মন্ত্রীরাও। তবে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব অমিত মালব্য (Amit Malviya)
সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নেতার (Amit Malviya) অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিজটের কারণে পশ্চিমবঙ্গে ঝুলে রয়েছে জলেশ্বর-দীঘা রেলপথের কাজ। তাঁর অভিযোগ জমি অধিগ্রহণের বাধার কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে এই রেল প্রকল্পের কাজ। অথচ ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্য ওড়িশাতে এই প্রক্রিয়াটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অমিতবাবুর কথায়, ‘জনসাধারণের দাবি মেনে, রেল কর্তৃপক্ষ এখন পশ্চিমবঙ্গকে ছেড়ে ওড়িশার জলেশ্বর থেকে চন্দনেশ্বর পর্যন্ত ওই রেল প্রকল্পের কাজ শুরু করেছে।’
আরও পড়ুন: স্পর্শ করতে পারবে না কোনো দুর্নীতি! রাজস্ব ফাঁকি ঠেকাতে নয়া নিয়ম আনল নবান্ন
বিজেপি নেতার অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে এখনও একাধিক রেল প্রকল্প চালু করার জন্য মোট ৩,০০৭ হেক্টর জমি অধিগ্রহণ করা প্রয়োজন’। তারপর রাজ্য সরকারের দিকে অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, ‘এই রেল প্রকল্পের কাজ বন্ধ থাকার কারণে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। রাজ্যের জন্য রেল বাজেট বরাদ্দ তিনগুণ বৃদ্ধি করা হলেও, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই প্রকল্পগুলির কাজ এখনও থমকে আছে।’
The long-pending Jaleswar-Digha rail line remains stalled in West Bengal due to land acquisition hurdles, while Odisha has already moved forward with the process. Responding to public demand, railway authorities have now begun work on the Odisha stretch—from Jaleswar to… pic.twitter.com/9MmLzCMvxF
— Amit Malviya (@amitmalviya) March 22, 2025
সবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এই জমিজটের জন্য জবাব চেয়ে অমিত মালব্যর অভিযোগ, ‘কেন পশ্চিমবঙ্গ প্রয়োজনীয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে পারছে না? এই বিলম্বের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।’