বাংলা হান্ট ডেস্কঃ মোথাবাড়ির হিংসার ঘটনায় উত্তাল বাংলা। এরইমাঝে রাজ্য জুড়ে উঠে আসছে একের পর হিংসার ঘটনার দৃশ্য। সদ্য এমনই দুটি গ্রামের হিংসার ঘটনা তুলে ধরেছিলেন অমিত মালব্য (Amit Malviya)। আর এক্ষেত্রে টার্গেট হচ্ছেন রাজ্যের সংখ্যালঘু হিন্দুরাই। এবার এই ইস্যুতে নীরবতা ভাঙলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ ইদ উপলক্ষ্যে একটি ধর্মীয় মঞ্চ থেকে মুখ খুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। তারই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
মমতার মুখে ‘বাজে ধর্ম’ মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়লেন অমিত মালব্য (Amit Malviya)
হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার এই ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে সরব হয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার আরও ঝাঁঝ বাড়ালো গেরুয়া শিবির। এদিন মুখ্যমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরণ ঘটালেন অমিত মালব্য।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধর্মীয় মঞ্চ থেকে ভাঙা হিন্দিতে মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় বললেন, ‘ একটা জুমলা পার্টি ইচ্ছে করে বাজে ধর্ম বানিয়েছে। আমি সেই ধর্ম মানি না। কেউ দাঙ্গায় প্ররোচনা দিলে সেই ফাঁদে পা দেবেন না। এগুলো সব চক্রান্ত। এতে পা দেবেন না। বাংলায় দাঙ্গা হলে রাষ্ট্রপতি শাসন দাবি করে। মণিপুরে কী হল, উত্তরপ্রদেশ, বিহারে কী হল?’
আরও পড়ুন: নেত্রীর অসম্মানে গায়ে জ্বালা ধরে না? এবার অন্তত…, কাকে নিশানা দেবাংশুর?
Is Sanatan Dharma a “Ganda Dharm” for West Bengal Chief Minister Mamata Banerjee? Despite numerous anti-Hindu riots under her watch, she has the audacity to mock Hindus and deride their faith. Once again, she has given Muslims a carte blanche to target Hindus—this time from a… pic.twitter.com/sX6xu4zs1N
— Amit Malviya (@amitmalviya) March 31, 2025
ভিডিওটি শেয়ার করে মমতার ‘বাজে ধর্ম’ মন্তব্য প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি সনাতন ধর্ম ‘বাজে ধর্ম’? তার চোখের সামনে হিন্দুদের সাথে এত দাঙ্গা হওয়া সত্ত্বেও, তিনি হিন্দুদের উপহাস করার এবং তাদের বিশ্বাসকে উপহাস করার সাহস দেখিয়েছেন।’ সেইসাথে বিজেপি নেতার আরও সংযোজন, উনি এইভাবে আরও একবার মুসলমানদের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন। এটা লজ্জাজনক।