ভরা মঞ্চে পুলিশ আধিকারিককে চড় মারতে গেলেন মুখ্যমন্ত্রী! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কের কেন্দ্রে কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Chief Minister) সিদ্দারামাইয়া। বেলাগাভিতে একটি সভা চলাকালীন মঞ্চেই একজন অতিরিক্ত পুলিশ সুপারকে চড় মারতে যাওয়ার ঘটনায় ধিক্কারের মুখে পড়েছেন তিনি। প্রকাশ্য মঞ্চে একজন জনপ্রতিনিধি তথা একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর একজন আইনের রক্ষকের উপরে ক্ষমতার এমন ‘উগ্র’ প্রদর্শন দেখে ছিছিক্কার পড়েছে রাজনৈতিক মহলে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে রীতিমতো তুলোধনা করেছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য।

মঞ্চেই পুলিশ অফিসারকে চড় মারতে যান মুখ্যমন্ত্রী (Chief Minister) সিদ্দারামাইয়া

যেমনটা জানা যাচ্ছে, বেলাগাভিতে ওই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণ ভরমনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার মঞ্চের কাছেই বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিজেপির মহিলা সদস্যরা। তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপারকে মঞ্চে ডেকে প্রকাশ্যেই তাঁর উপরে চোটপাট করতে শুরু করেন তিনি।

Amit malviya opposed chief minister on the slap incident

 

ঘটনার ভিডিও ভাইরাল: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপারকে মঞ্চে ডাকছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) সিদ্দারামাইয়া। তিনি মঞ্চে আসতেই রাগে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। এমনকি স্থান কাল পাত্র ভুলে পুলিশ সুপারকে চড় মারতে হাতও তোলেন তিনি। তবে তারপরেই সামলে নেন নিজেকে। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য।

আরো পড়ুন: তিনবার ‘আল্লাহু আকবর’ ধ্বনি, নীচে পরপর গুলি! পহেলগাঁও হত্যার সবথেকে ভয়ঙ্কর ভিডিও সামনে, ‘ফাঁস’ ছক?

তীব্র তিরস্কার মালব্যর: এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে তিনি তীব্র কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘কর্ণাটক পুলিশ পেশাগত ফোর্স, সিদ্দারামাইয়ার ব্যক্তিগত সেনাবাহিনী নয়। একজন উর্দিধারী পুলিশকে চড় মারতে যাওয়ার সাহস হয় কী করে তাঁর? মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করার জন্য কঠোর সমালোচনা প্রাপ্য তাঁর। কর্তব্যরত অফিসারের কাছেও তাঁর ক্ষমা চাওয়া উচিত। লজ্জাজনক’।

আরো পড়ুন : পালাবদলের বছর ঘুরতেই বিরাট পরিবর্তন! পরিচয়টাই বদলে যাবে বাংলাদেশের?

সিদ্দারামাইয়ার (Siddaramaiah) এই আচরণের বিরোধিতা করেছে জনতা দল (সেকুলার)। এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করে দলের তরফে বলা হয়েছে, পুলিশ অফিসারের উপরে হাত তোলা এবং তাঁর সঙ্গে এমন উদ্ধত ভঙ্গিতে কথা বলা ক্ষমার অযোগ্য অপরাধ। ক্ষমতা চিরকাল কারোর থাকে না বলেও কটাক্ষ করা হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X